গলায় গামছা দিয়ে রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন তৃণমূল প্রার্থী

বাংলাহান্ট ডেস্কঃ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ( Assembly Election ) দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থীরা একে একে জমা দিতে শুরু করেছেন মনোনয়ন। সেখানেই একের পর বিরল দৃশ্য চোখে পড়ছে ভোটমুখী রাজ্যের বাসিন্দাদের। কেউ নিজের আভিজাত্য, টাকা-পয়সার ভারে বুদ হয়ে জমা দিতে যাচ্ছেন মনোনয়ন, তো অন্যদিকে দেখতে মিলছে তার ঠিক অপর দৃশ্য।

আজ অর্থাৎ শুক্রবার মনোনয়ন জমা দিতে যান বালাগড়ের ( Balagarh ) তৃণমূল প্রার্থী ( TMC Candidate ) মনোরঞ্জন ব্যাপারী। সেখানেই এবার দেখতে মিলল এক হতবাক করার মত দৃশ্য। তৃণমূলের তরফে চমক দিয়ে প্রার্থী ঘোষণা করা মনোরঞ্জন ব্যাপারী এদিন গলায় গামছা ঝুলিয়ে, রিকশা চালিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান মনোনয়ন পত্র জমা দিতে। যা দেখে হতবাক হচ্ছে রাজ্যবাসী।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলেছিলেন, ‘মাটির মানুষ মনোরঞ্জন ব্যাপারি। রান্না করেন, রিকশা টানেন, সাহিত্য চর্চাও করেন।’ এদিন তারই প্রতিচ্ছবি দেখালেন ব্যাপারী নিজেই।

Balagarh TMC Candidate

একসময় এই মনোরঞ্জন ব্যাপারী পেটের খিদে মেটাতে টেনে ছিলেন রিকশাও। আর তাই এদিন তিনি জানান, “আমি রিকশাওয়ালা। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রতিনিধি।” এবার তা অনুসরণ করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তাকে ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনায় খামতি ছিলনা। তারা স্লোগান দিতে থাকে ” রিকশা এবার বিধানসভায়”।

এদিন দলিত সমাজের অন্যতম নেতা ও সাহিত্যিক এই মনোরঞ্জন ব্যাপারী আরও জানিয়েছেন যে, ‘তিনি বিধানসভায় সব বঞ্চিত শ্রেণীর জন্য লড়াই করবেন এবং কখনই কোনো আপস করবেন না’।

তবে এদিন রিকশা চালিয়ে মনোনয়ন জমা দেওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি। যার ফলে হাঁসফাঁস করতে হচ্ছে আমজনতাকে। তাই সেটিরই প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি রিকশা চালিয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক দিয়ে ঘোষণা করা এই প্রার্থী এখন রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম। এমনকি তিনিও নিজের কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী। যা এদিন তার গলার সুর থেকেই অনুমান করছেন অনেকেই।

সম্পর্কিত খবর