পাগড়ি মামলাঃ বলবিন্দর সিংয়ের মুক্তির আবেদন নিয়ে শিখ সংগঠন গুলোর কাছে সাহাজ্যের আর্জি পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের দিন বিজেপির মিছিল থেকে বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিংকে অস্ত্র সমেত গ্রেফতার করে রাজ্য পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তথা দেশের রাজনীতি তোলপাড়। রাজ্য পুলিশের বিরুদ্ধে পাগড়ির অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। আরেকদিকে রাজ্য সরকার এবং পুলিশ জানিয়ে দিয়েছে যে, তাঁদের তরফ থেকে শিখেদের ধর্মে আঘাত করা হয়নি। একটি রাজনৈতিক দল ইচ্ছে করে এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করছে।

জানিয়ে দিই, ধৃত বলবিন্দর সিংকে আট দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দেশের শিখ সংগঠন গুলো এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। আরেকদিকে, এবার এই ঘটনায় বলবিন্দর সিংয়ের পরিবারের বয়ান সামনে এসেছে। বলবিন্দর সিং দেশের শিখ সংগঠন গুলোর কাছে তাঁর মুক্তির জন্য আবেদন জানিয়েছে।

গতকাল বলবিন্দর সিংয়ের বড় ভাই একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আজ সংবাদমাধ্যমের কারণে জানতে পেরেছি যে, দিল্লীর শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি কলকাতায় গিয়েছেন। আমরা আশা করছি যে, শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনিন্দর সিং সিরসা ভাইয়ের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমি দেশের সমস্ত শিখ সংগঠন গুলোকে বলবিন্দরের মুক্তির জন্য এগিয়ে আসার আবেদন জানাচ্ছি।

জানিয়ে দিই, শিরোমনি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং সমেত দেশের সমস্ত শিখ সম্প্রদায় ভুক্ত মানুষ এই ঘটনার চরম নিন্দা করেছেন। এই ঘটনার পর বলবিন্দরের স্ত্রী, সন্তান সমেত গোটা পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর