পরমাণু অস্ত্র নিয়ে মহড়া রাশিয়ার! ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ পুতিন সেনার, নিউক্লিয়ার যুদ্ধের ইঙ্গিত?

বাংলাহান্ট ডেস্ক : সারা বিশ্বেই যুদ্ধের আবহ। এরই মাঝে গতকাল, অর্থাৎ বুধবার ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) উৎক্ষেপণ করল রাশিয়া। সেই সঙ্গে শুরু হল পারমাণবিক অস্ত্র পরীক্ষাও। গোটা বিষয়টি দেখাশোনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) নিজেই। আগেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে মস্কোর পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হবে। বিগত বেশ কিছুদিন ধরেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ানোর কথা বলে এসেছে রাশিয়া। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। তাহলে কি পারমাণবিক অস্ত্র নিয়ে হামলা চালাবে রাশিয়া (Russia)? আবারও কি ফিরে আসতে চলেছে ১৯৪৫ সালের স্মৃতি?

ক্রেমলিনের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে ভূমি, সাগর ও আকাশ-তিন জায়গাতেই সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনা। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।’ এরই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয় রাশিয়ার জাতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, বারেন্টস সাগর সংলগ্ন এলাকায় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কামচাটকা অঞ্চল থেকেও মিসাইল ছোঁড়া হয়েছে বলে খবর।

বিশ্বের সমস্ত রাষ্ট্রের কাছে ইউক্রেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে রাশিয়া। জানা যাচ্ছে বুধবারই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেখানে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ডার্টি বম্ব নিয়ে আক্রমণ করতে চাইছে ইউক্রেন (Ukraine)। তবে ভারতের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিক দুই দেশ। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়, এই বার্তাও দিয়েছেন রাজনাথ সিং। ভারতের পরে চিনকেও এই একই বার্তা দিয়েছে রাশিয়া।

রাশিয়া পারমাণবিক অস্ত্রের মহড়া চালালেও একেবারেই তা নিয়ে উদ্বিগ্ন নয় আমেরিকা। পেন্টাগনের তরফ থেকে বলা হয়, প্রতিবছরের নিয়ম মেনেই রাশিয়া এই মহড়া চালাচ্ছে। কিছুদিন আগেই এই মহড়া চালানোর বিষয়ে আমাদের জানিয়ে দেওয়া হয় রাশিয়ার পক্ষ থেকে। প্রসঙ্গত, এই একই সময়ে সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটোর বাহিনীও। তবে দু’পক্ষের মহড়ার ফলে কোনও ক্ষয়ক্ষতি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার মতে, রাশিয়া নিজেই ডার্টি বম্বের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করছে। তারপরেই প্রকাশ্যে এসেছে রুশ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ভিডিও। সব মিলিয়ে অনেকেই আতঙ্কে জানতে চাইছেন এবার কি তাহলে সত্যিই ইউক্রেনে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে?

Sudipto

সম্পর্কিত খবর