ফের বিশৃঙ্খলা! ময়নাগুড়িতে অভিষেক মঞ্চ থেকে নামতেই ব্যালট বক্স ভাঙচুর কর্মীদের, তুমুল মারামারি

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করার তাগিদে নয়া কর্মসূচী নিয়ে হাজির শাসকদল। মানুষের রায় শুনতে টানা দুমাসের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই কর্মসূচী থেকেই উঠে আসছে একের পর এক বিশৃঙ্খলার ঘটনা।

প্রসঙ্গত, এবার পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ অভিনব উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের পছন্দের প্রার্থী বাছাইয়ের ভার আমজনতার হাতেই ছেড়েছেন অভিষেক। সেই লক্ষ্যেই শনিবার ময়নাগুড়ির (Maynaguri) ভোটপট্টি এলাকায় সভা করে ব্যালট বাক্সের মাধ্যমে পছন্দের পঞ্চায়েত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেন অভিষেক। তবে অভিষেক সভা ছাড়তেই চলল ব্যালট লুঠ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নেমে পরের গন্তব্যে রওনা হওয়ার পরই ব্যালট বাক্স ভাঙচুর। বিশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ বাহিনী। পরে ফের ভোটাভুটি শুরু হয় ঠিকই। তবে অভিযোগ, ব্যালট বাক্সই নাকি ছিনতাই হয়ে গেছে। শুধু ময়নাগুড়িই নয়, অভিষেকের একাধিক সভা থেকে উঠে এসেছে এই একই চিত্র।

অভিষেকের কর্মসূচীর প্রথম দিনই কোচবিহারের দিনহাটায় ব্যালট নিয়ে তোলপাড় হয়। পর দিন মাথাভাঙ্গাতেও একই কাণ্ড। আর এবার জলপাইগুড়িতেও ব্যালট বিশৃঙ্খলার ধারা অব্যাহত। পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে ময়নাগুড়ি, পাহাড়পুর, রাজগঞ্জ থেকে ডাবগ্রাম-ফুলবাড়ি সব জায়গাতেই ব্যালট পেপার নিয়ে মারামারি লেগে যায়। যা নিতে রীতিমতো অস্বস্তিতে শাসকদল।

abhishek banerjee

প্রসঙ্গত, আগামী দুমাস বাড়ি-ঘর ছেড়ে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনবেন তিনি। সাধ্যমত করবেন সমাধান। পাশাপাশি সাধারণ মানুষের পছন্দের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার পণ করেছেন অভিষেক। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে যুবরাজের সেই উদ্যোগ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।r

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর