বাংলা হান্ট ডেস্ক: আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে ব্লক হাসপাতালে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু, আর ফিরে আসেননি তিনি! ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্ৰামে।
এদিকে, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ সময়ে অতিবাহিত হওয়ার পরও ওই গৃহবধূ বাড়ি ফিরে না আসায় স্বাভাবিকভাবেই তাঁদের খোঁজ শুরু হয়। কিন্তু, এখনও মেলেনি খোঁজ। শেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন গৃহবধূর পরিবারের সদস্যরা।
পরিবারসূত্রে জানা গিয়েছে যে, গত মঙ্গলবার আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে ব্লক হাসপাতালে গিয়েছিলেন শম্পা সিং রায় নামে ওই গৃহবধু। তারপর থেকেই দীর্ঘ সময়ে কেটে গেলেও আর খোঁজ পাওয়া যায়নি তাঁর।
এদিকে, দীর্ঘক্ষণ তাঁদের ফিরে আসার অপেক্ষা করেও তাঁরা বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। গ্রামের সমস্ত জায়গায় তন্নতন্ন করে খোঁজার পরেও সন্ধান মেলেনি তাঁদের। পাশাপাশি, ওই গৃহবধূর বাপের বাড়িতে খোঁজ করেও কোনও লাভ হয়নি।
ফলে এই ঘটনায় গত বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর পরিবার। এই প্রসঙ্গে নিখোঁজ গৃহবধূর শ্বশুর জানিয়েছেন যে, “মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ হাসপাতালে যায় বৌমা। প্রথমে বৌমা বাচ্চাটাকে আমার কাছে রেখে হাসপাতালে যেতে চাইলেও আমি দোকানে কাজ করছিলাম বলে ও বাচ্চাটাকে নিয়েই হাসপাতালে যায়। তারপর থেকে এত খোঁজাখুঁজি করছি তাও ওদের পাচ্ছিনা। পরে থানায় গিয়ে মিসিং ডায়েরিও করে এসেছি।” এদিকে, পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়েই।
অনেকেই এই ঘটনার সঙ্গে আবার বালির গৃহবধূদের মামলার মিল পাচ্ছেন। বলে দিই, গত বছর ঠিক একই ভাবে বালির দুই গৃহবধূ নিখোঁজ হয়েছিলেন। পরে জানা যায় যে, দুজনাই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিলেন।