ঘরে-বাইরে জেরবার পাকিস্তান! ভারতের সঙ্গে যুদ্ধের আবহেই দু’ভাগ? স্বাধীন হয়ে গেল বালোচিস্তান?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ঘরে-বাইরে বেজায় চাপে পাকিস্তান। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পাল্টা প্রত্যাঘাত করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে তারা। বুধবার রাত থেকেই ভারতের (India-Pakistan) নানান প্রান্তে হামলার চেষ্টা চালাচ্ছিল ‘শত্রু’ দেশ। নিপুণতার সঙ্গে তা ভেস্তে দেয় ভারতীয় সেনা, পাল্টা জবাবও দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফের তীব্র হয় পাকিস্তানের আক্রমণের ঝাঁঝ। পাল্টা ‘ত্রিফলা’ অ্যাকশনে নামে ভারত। এই আবহেই বালোচিস্তানের স্বাধীনতা (Balochistan Independence) ঘোষণা করলেন জনপ্রিয় সাহিত্যিক মীর ইয়ার বালোচ। স্বাধীন বালোচিস্তানকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি।

দু’টুকরো হয়ে গেল পাকিস্তান?- (Balochistan Independence)

পাকিস্তান হামলা করলে কড়া জবাব পাবেই! স্পষ্ট জানিয়েছিল ভারত। বৃহস্পতিবার রাতভর সেই দৃশ্যই দেখা গিয়েছে। পাকিস্তানের ঘরে ঢুকে একের পর এক ‘জবাব’ দিয়েছে ইন্ডিয়া। আইএনএস বিক্রান্তের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে করাচি বন্দর। একসঙ্গে পাকিস্তানের ১০টির বেশি শহরে প্রত্যাঘাত চালিয়েছে এদেশের সেনা।

ভারতের সঙ্গে এই সংঘাতের আবহেই বিদ্রোহের ঝাঁঝ বাড়ায় বালোচিস্তান (Balochistan)। পাকিস্তানি সেনার ওপর জোড়া হামলা হয়। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণের জেরে নিহত হন অন্তত ১২ জন পাক সেনা। সেদিন দুপুরেই কেছের কুলাগ তিগরানেও ফের একটি আইইডি বিস্ফোরণের মাধ্যমে বম্ব ডিসপোজাল স্কোয়াডের দু’জন আধিকারিক নিহত হন।

আরও পড়ুনঃ হামাসের কায়দায় এসেছিল পাকিস্তান! সব প্ল্যান বানচাল করল ‘সুদর্শন চক্র’, এবার হাঁটু কাঁপছে শত্রুর

এরপরেই এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) মাধ্যমে বালোচিস্তানের স্বাধীনতার কথা ঘোষণা করেন জনপ্রিয় সাহিত্যিক মীর (Mir Yar Baloch)। তিনি লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আমাদের আবেদন, দিল্লিতে বালোচিস্তানের অফিশিয়াল অফিস ও দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানাচ্ছি’। এর পাশাপাশি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাকিস্তানি সেনার সরানোরও দাবি জানিয়েছেন তিনি।

Balochistan independence

ওই একই পোস্টে মীর দাবি করেন, শীঘ্রই স্বাধীন বালোচিস্তানের সরকার তৈরি হবে। তার আগে অ-বালোচদের প্রশাসন থেকে সরে যেতে হবে। বালোচ মহিলাদের ক্যাবিনেটে প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বালোচিস্তান আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পাল্টা গত মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালানো হয়। ২৫ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। সেখানকার কোনও সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি। পাল্টা পাকিস্তানের তরফ থেকে নিরীহ ভারতীয়দের আক্রমণ শুরু হয়, সীমান্তে গুলিবর্ষণ শুরু করে তারা। এরপর ভারতে ঢুকে হামলার চেষ্টা করতেই পাল্টা ‘ত্রিফলা’ আক্রমণে নামে ভারত।

ভারত-পাকিস্তানের এই সংঘাতের আবহেই ‘অ্যাকশনে’ নামে বালোচিস্তান (Balochistan Independence)। পাক সেনার ওপর হামলা চালানো হয়। বালোচ লিবারেশন আর্মির দাবি, ইতিমধ্যেই বালোচ ভূখণ্ডের ৩০% দখল করেছে তারা। স্বাধীনতার দাবি করেছেন সাহিত্যিক মীর ইয়ার বালোচ। তাহলে কি ভারতের সঙ্গে যুদ্ধের আবহেই দু’টুকরো হয়ে গেল পাকিস্তান?

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X