বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বালোচিস্তান (Balochistan)। পাকিস্তান আর্মির সঙ্গে লাগাতার সংঘর্ষ চলছে তাদের। এমতাবস্থায় এবার পূর্ণ সমর্থনে আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বালোচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ।
বালোচিস্তানের (Balochistan) স্বাধীনতার প্রসঙ্গে মোদীকে চিঠি বালোচ নেতার
সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি প্রকাশ করে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন তারা চাঁদ। তিনি লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি। স্বাধীন বালোচিস্তান (Balochistan) গঠনে তাঁর কাছে পূর্ণ সমর্থনের জন্য এই আবেদন জানিয়েছি।’ তিনি আরো লিখেছেন, পাকিস্তানের শাসনের নামে ভয়াবহ নির্যাতন এবং গতহত্যায় বালোচিস্তানের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাধীন বালোচিস্তান (Balochistan) শান্তিপ্রিয় ভারতের জন্য বরদান হয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন তারা চাঁদ।
কী লেখা হয়েছে চিঠিতে: জানা গিয়েছে, বিএসি নেতা এই চিঠি সরাসরি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। এর আগে নরেন্দ্র মোদীর লালকেল্লায় ভাষণের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেছেন, ওই ভাষণে বালোচিস্তানের (Balochistan) উল্লেখ করে নৈতিক সমর্থনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। চিঠিতে আরো একাধিক বিষয়ের উল্লেখ করেছেন বালোচ নেতা।
আরো পড়ুন : আর ছেড়ে কথা নয়, বিশ্ব মঞ্চে পাকিস্তানের ‘মুখোশ’ খুলতে ৫৯ সাংসদের ‘কূটনৈতিক অভিযান’, কোন কোন দেশ গন্তব্য?
পাকিস্তানের কড়া সমালোচনা: পাকিস্তানের আর্মিকে ‘জিহাদি আর্মি’ বলে কটাক্ষ করে তিনি আরো লিখেছেন, বালোচিস্তানের (Balochistan) হাজার হাজার মানুষের নির্যাতন, মৃত্যু এবং বাস্তুহারা হওয়ার কারণ একটি জিহাদি সেনা। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম ছাড়া সেকথা আর কেউই তুলে ধরেনি। পাশাপাশি মোদীর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকেও কুর্নিশ জানিয়েছেন বালোচ নেতা।
আরো পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এ অংশ নেওয়া সৈনিকের স্ত্রী এবার ‘দিদি নাম্বার ওয়ান’! প্রকাশ করলেন অজানা অভিজ্ঞতা
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ চলাকালীন খোলাখুলি ভাবে ভারতের সমর্থন করে স্বাধীনতার জন্য আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে বালোচ (Balochistan) লিবারেশন আর্মি। বিগত কয়েকদিনে ৫৮ টি জায়গায় ৭৮ বার হামলা চালানোর দাবি করেছে বিএলএ। স্বাধীনতার জন্য তারা ‘অপারেশন হেরফ ২.০’ চালাচ্ছে বলে দাবি করেছে। এর জন্য বেছে বেছে বালোচ (Balochistan) প্রদেশের কয়েকটি জেলাকে নিশানা করা হয়েছে।