‘টি লাভার’ মমতাকে চায়ের আমন্ত্রণ সুকান্তর! রাখবেন তৃণমূল সুপ্রিমো?

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। শুক্রবার সম্পন্ন হয়েছে রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। আগামী ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। সেদিন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে (Balurghat) ভোট হবে। এই আবহে রবিবার ‘সুকান্ত গড়’ বালুরঘাটে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মাঝে আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে প্রচার চলছে বালুরঘাটে। আজ সেখানে হাজির হচ্ছেন তৃণমূল (TMC) নেত্রী। এবার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য মমতাকে (Mamata Banerjee) আমন্ত্রণ জানালেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতির এই আমন্ত্রণ জানানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

এদিন জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, এমপি ল্যাডের টাকা সদ্বব্যবহার করেছেন তিনি। সুকান্তর কথায়, ‘তৃণমূল কংগ্রেসের নেতারাও একথা বলতে পারবেন না যে আমি এখান থেকে এক টাকা নিয়েছি। ওনারা একথা বলেন না। বলার ক্ষমতাও নেই। কারণ এতটাই স্বচ্ছভাবে আমরা কাজ করেছি’।

আরও পড়ুনঃ বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার, জারি হল নয়া বিজ্ঞপ্তি

প্রচারে বেরিয়ে বালুরঘাটের উন্নয়ন নিয়েও একাধিকবার কথা বলেছেন বিদায়ী সাংসদ তথা পদ্ম প্রার্থী সুকান্ত। ‘বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ’ রেল প্রকল্পকে ফের একবার চালু করা থেকে শুরু হয়ে বালুরঘাটে বিদ্যুতায়ন, একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র কথা বলেছেন। সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক জনগণ করবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কমতে কমতে বিজেপির থেকেও নীচে নেমে যাবে’।

mamata banerjee sukanta majumdar

প্রসঙ্গত, সদ্য প্রকাশিত একটি তালিকা অনুযায়ী সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন করা সাংসদের শিরোপা দখল করেছেন সুকান্ত। এবার তিনিই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানালেন। মুখ্যমন্ত্রী কি সাড়া দেবেন? কোনও প্রতিক্রিয়া দেবেন উনি? সেটা দেখার জন্যই তাকিয়ে আছেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর