দক্ষিণ দিনাজপুরের হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন বয়স্ক মা! লাইভ করে ক্ষোভ উগড়ে দিলেন অসহায় সন্তান

বাংলা হান্ট ডেস্কঃ ফের হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হল এক করোনা আক্রান্ত রোগীর। ফেসবুকে (Facebook) লাইভ ভিডিও (Video) করে গোটা ঘটনার বৃত্তান্ত দিলেন অসহায় ছেলে। মৃতের ছেলের শৌভিক নন্দী গত ৫ ই অক্টোবর ফেসবুকে লাইভে এসে অভিযোগ করে জানান যে, হাসপাতালের গাফিলতির কারণে তাঁর করোনা আক্রান্ত মায়ের মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে বদলা নেওয়ারও হুমকি দেন।

ফেসবুক লাইভে এসে শৌভিক জানান, তাঁর মা গত ৪ ই অক্টোবর থেকে শ্বাসকষ্টে ভুগছেন। বালুরঘাট হাসপাতালে ভরতি ছিলেন। ওনার মা-কে করোনা আক্রান্ত বলে জানান ডাক্তাররা। কিন্তু এক ঘণ্টা স্ট্রেচারে পড়ে থাকার পরেও হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ এসে রোগীর চিকিৎসা করেন নি। এমনকি একবার এসে দেখেও জাননি। তিনি জানান, এভাবে পড়ে থাকার কারণে তাঁর মায়ের মৃত্যু হয়। শৌভিক দক্ষিণ দিনাজপুরের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে হুমকি দেন যে, এর বদলা নেওয়া হবে, এর প্রতিবাদ হবে।

জানিয়ে দিই, করোনা কালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালের গাফিলতির অভিযোগ উঠেছে। অনেক যায়গায় হাসপাতালের গাফিলতির কারণে রোগীর মৃত্যুও হয়েছে। এমনকি শুধু হাসপাতালই না, অ্যাম্বুলেন্সের চড়া ভাড়ায় চরম সমস্যার সন্মুখিন হতে হয়েছে রোগীর পরিবারকে। কিন্তু বারবার সেই চিত্র সামনে আসার পরেও বদলায়নি কিছুই।

রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোকে কড়া নির্দেশ দিলেও স্বাস্থ্য ব্যবস্থা সেই তিমিরেই রয়েছে। এবং অ্যাম্বুলেন্সের জন্য ভাড়া বেঁধে দিলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স চালকের অমানবিক হওয়ার চিত্র ফুটে উঠেছে। আর এত কিছুর মধ্যে এই ভাইরাল ভিডিও (Viral Video) রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর