‘নির্লজ্জ’ পাকিস্তানকে উচিত জবাব, ভারতীয় আকাশসীমা ব্যবহারে আরো বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতি হলেও দুই দেশের মধ্যে এখনো বজায় রয়েছে চাপা উত্তেজনা। এমতাবস্থায় প্রায়ই আঘাত প্রত্যাঘাতের পর্ব চলছে দুই দেশের মধ্যে। এর মাঝেই এবার পাকিস্তানের জন্য নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়াল ভারত। পাকিস্তানের (India-Pakistan) জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। সামরিক এবং যাত্রীবাহী বিমানের জন্য এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী ২৩ জুন পর্যন্ত। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এমনটাই।

পাকিস্তানের (India-Pakistan) জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

পহেলগাঁও হামলার পরেই ২৩ এপ্রিল ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয় ভারতের আকাশসীমা। পালটা নিষেধাজ্ঞা জারি করা হয় ভারতের তরফেও। পাকিস্তানের (India-Pakistan) কোনো বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, জারি হয় নিষেধাজ্ঞা। তারপর ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর পর দুই দেশের মধ্যে সংঘর্ষের আবহ তৈরি হয় যা চলে প্রায় তিন চারদিন।

Ban in airspace yime increased amid india-Pakistan conflict

কী বলা হয়েছে বিজ্ঞপ্তি: বর্তমানে সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। উপরন্তু সম্প্রতি আবারো এক মাসের জন্য ভারতীয় বিমানের ক্ষেত্রে পাক (India-Pakistan) আকাশসীমা ব্যবহারে জারি করা হয় নিষেধাজ্ঞা। এর উত্তর দিতেই পালটা পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। NOTAM জারি করে বলা হয়েছে, পাকিস্তানের যাত্রীবাহী এবং সামরিক বিমান ছাড়াও পাকিস্তানের (India-Pakistan) ভাড়া নেওয়া বিমান এবং অপারেটরদের জন্যও ভারতের আকাশসীমা বন্ধ থাকবে। দেশের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরো পড়ুন : খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি

ব্যবহার করতে দেওয়া হয়নি পাক আকাশসীমা: প্রসঙ্গত, সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তান (India-Pakistan) বারংবার ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছে। সংঘর্ষ বিরতি ঘোষণা করার কয়েক ঘন্টা পরেও সমঝোতা ভেঙে ফায়ারিং করেছে পাকিস্তান। পালটা উচিত জবাবও দিয়েছে ভারত। সম্প্রতি বুধবার শ্রীনগরগামী একটি ভারতীয় এয়ারলাইন্সের বিমান প্রচণ্ড ঝড়ে দুর্ঘটনার মুখে পড়ে। 

আরো পড়ুন: টলিউডে ‘অসাধ্য সাধন’, ৯ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি! প্রকাশ্যে ‘ধূমকেতু’র মুক্তির তারিখ

সে সময় পাইলট বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলেও লাহোর এটিসির তরফে সেই অনুরোধ খারিজ করে দেওয়া হয়। তবে বাধ্য হয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিমান চালিয়ে শ্রীনগর বিমানবন্দরে সফল অবতরণে সক্ষম হন পাইলট। উল্লেখ্য, পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কাশ্মীরে গিয়েছেন তৃণমূলের পাঁচজনের প্রতিনিধি দল। তাঁরাই ছিলেন ওই বিমানে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X