গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠতে পারে ব্যান্ডেল স্টেশনের

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিকবার দাবি করা হয়েছিল আর এবার সেই দাবিকে কেন্দ্র করেই ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ নাম তোলার জন্য সুপারিশ করা হতে চলেছে ব্যান্ডেল স্টেশনের। বর্তমানে পরম এন্টারপ্রাইজের তরফ থেকে এই সুপারিশ করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, এর পূর্বেও একাধিকবার ব্যান্ডেল স্টেশনকে গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বলে আখ্যা দেওয়া হয়েছিল আর এবার সেই দাবিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় উক্ত ঠিকাদার সংস্থা। ব্যান্ডেল স্টেশনকে বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম বলে দাবি করে পরম এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে বলা হয়, “ভারতবর্ষে বর্তমানে একাধিক স্টেশন রয়েছে, যেখানে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম রয়েছে এবং এর মাধ্যমে ট্রেনের লাইন বদল করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমেই আসে খড়গপুর স্টেশনের কথা, যেখানে প্রায় 800 টি রুট রয়েছে। ঠিক সেইভাবে ব্যান্ডেল স্টেশনকেও এই সিস্টেমের আওতায় আনা হয়েছে। বর্তমানে এই স্টেশনের দু’দিকের লাইনে মোট 1002 টি রুট তৈরি করা হয়েছে, যা পৃথিবীর যে কোন দেশে যে কোন স্টেশনের মধ্যে বৃহত্তম।”

এই প্রসঙ্গে ঠিকাদার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পুনিত পাঠক বলেন, “ব্যান্ডেল স্টেশন বর্তমানে বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম। শুধু তাই নয়, এই সিস্টেম তৈরি হওয়ার কারণে রেল অনেক সুবিধা পাবে। মানুষ অতি দ্রুত পরিষেবা পেতে চলেছে। আমাদের পক্ষ থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম সুপারিশ করা হয়েছে। যদি তারা এই প্রসঙ্গে বিবেচনা করে, তবে খুব তাড়াতাড়ি গোটা ভারতের মধ্যে ব্যান্ডেল স্টেশনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

bandel 1

উল্লেখ্য, অতীতে ব্যান্ডেল স্টেশনে পরিষেবা পেতে মানুষ বহু সমস্যার সম্মুখীন হতো। তবে বর্তমানে ইলেকট্রনিক পদ্ধতি শুরু করার ফলে সেই সমস্যা বেশ খানিকটা মিটবে বলেই দাবি। এক্ষেত্রে ট্রেনের সংখ্যা যেমন বাড়ানো যাবে, ঠিক তেমনিভাবে দুর্ঘটনাও ঘটবে কম। প্রসঙ্গত, জার্মান প্রযুক্তিতে তৈরি এই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমটি ভবিষ্যতে সকলকে দিশা দেখাবে বলেই মত ঠিকাদার সংস্থাটির।


Sayan Das

সম্পর্কিত খবর