বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় যে আর বিসিসিআই সভাপতি থাকছেন না সেই বিষয়টা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। কোনও তরফ থেকে দাবি করা হচ্ছে যে সৌরভ এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই উদ্দেশ্যেই তাকে বিসিসিআই সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আবার অন্য তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দলের পারফরম্যান্সে কোন অভূতপূর্ব উন্নতি দেখা যায়নি। সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে তাকে।
সৌরভের এই খারাপ সময়ে তার পাশে দাঁড়ালো বন্ধন ব্যাঙ্ক। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যখন সৌরভ অনুগামীরা তাদের প্রিয় দাদাকে সমবেদনা জানাচ্ছেন, আর সৌরভ বিরোধীরা ট্রোল, মিম ও নানান কাজিয়ায় মেতে রয়েছেন, ঠিক সেই সময় আত্তোন ভারতীয় অধিনায়ক কে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক।
একটি অফিসিয়াল বিবৃতিতে তারা বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলীকে আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। স্নেহের সাথে তাকে দাদা এবং ভারতীয় ক্রিকেটের মহারাজা বলা হয়। সৌরভ গাঙ্গুলী এখন থেকে ব্র্যান্ড বন্ধনব্যাঙ্কের কণ্ঠস্বর হবেন এবং আমাদের বার্তা জনগণের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। বোর্ডে স্বাগতম, দাদা!”
We are happy to announce Sourav Ganguly as our new brand ambassador. Fondly called Dada and The Maharaja of Indian Cricket, Sourav Ganguly will be the voice of brand #BandhanBank and will help us take our message to the masses. Welcome on-board, Dada!@SGanguly99 #BandhanKaDada pic.twitter.com/w1Ytr7BwxO
— Bandhan Bank (@bandhanbank_in) October 13, 2022
বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে অপসারণের পর এই ইভেন্টে এসে প্রথমবার মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “১৫ বছর আমি ক্রিকেটের মাঠে কাটিয়েছি। জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সেটা। তারপর কয়েক বছর ক্রিকেট প্রশাসকের দায়িত্ব পালন করলাম। তো আপনি সারাজীবন যেমন খেলোয়াড় হিসেবে থাকতে পারেন না তেমনি সারা জীবন প্রশাসক হিসেবে কাটাতে পারেন না। আমি এবার আরও বড় কিছু করার কথা ভাবছি।”
সৌরভ আরও বলেছেন, “আমি ইতিহাসের ধারায় বিশ্বাস করি না। কিন্তু আমাদের এটা মনে করানো হতো যে ভারতের পূর্বাঞ্চলের লোকের প্রতিভার অভাব রয়েছে। আমার মনে হয় আমি সেই ধারণার কিছুটা পরিবর্তন করতে পেরেছি। সহজে কোনো কিছু করা যায় না এবং আপনি একদিনে মুকেশ আম্বানি বা নরেন্দ্র মোদির পর্যায়ে পৌঁছতে পারবেন না তার জন্য আপনাকে বছরের-পর-বছর খাটতে হবে।”