চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বন্ধন ব্যাঙ্কে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার নিঃসন্দেহে একটি বড় খবর সামনে এসেছে। মূলত, এবার বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতাতেই চাকরির (Recruitment) সুযোগ প্রদান করছে। এমন পরিস্থিতিতে, আপনারও যদি ব্যাঙ্কিং সেক্টরে চাকরির ক্ষেত্রে ইচ্ছে থেকে থাকে সেক্ষেত্রে এটি আপনার জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে কোনো পরীক্ষা ছাড়াই প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। এমতাবস্থায়, ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার ক্ষেত্রে hr.bankinghub@gmail.com-এই ইমেল আইডি-র মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিস্তারিত জানতে ৯৬৭৯৮১৩২৪৬ / ৭০৪৪৮৭১৭৪৮ এই নম্বরে ফোন করতে পারেন প্রার্থীরা। বর্তমান প্রতিবেদনে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৮৯ টি।

   

শূন্যপদের বিবরণ: জানা গিয়েছে যে, Banking Officer, Executive Officer, Data Entry Operator, Relationship Manager, Back Office Executive এবং Operator KYC Verification পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বয়সসীমা: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ এবং সর্বাধিক বয়সের সীমা ৩২।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বেতনের পরিমাণ: সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে নির্বাচিত যোগ্য প্রার্থীদের মাসিক বেতনের পরিমাণ হবে ১৫,৫০০ থেকে ২৩,৫০০ টাকা।

নিয়োগ পদ্ধতি: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের। অর্থাৎ, যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো অতীত! ভারতের মাটিতে পাকিস্তানকে নিয়ে নতুন লক্ষ্য বাঁচলেন সাকিবরা

নিয়োগের স্থান: নিযুক্ত প্রার্থীদের পিন কোড অনুযায়ী নির্দিষ্ট স্থানে পোস্টিং দেওয়া হবে।

আরও পড়ুন: হু হু করে বাড়বে রিচার্জের খরচ, পকেটে পড়বে টান! Jio প্রেসিডেন্টের কথায় চিন্তায় গ্রাহকরা

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনের সময়ে যে ডকুমেন্টসগুলির জেরক্স কপি প্রার্থীকে জমা দিতে হবে সেগুলি হল:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চমাধ্যমিকের মার্কশিট
৪. স্নাতক হয়ে থাকলে তার মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটো
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা

Bandhan Bank Job Opportunity By Interview Only

আবেদন পদ্ধতি: প্রার্থীদের তাঁদের বিস্তারিত তথ্য এবং CV জমা দিতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বর হল ৯৬৭৯৮১৩২৪৬ / ৭০৪৪৮৭১৭৪৮। পাশাপাশি, ইমেইল আইডি হল hr.bankinghub@gmail.com।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের বন্ধন ব্যাঙ্কের তরফে ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর