বাংলাহান্ট ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! বিশেষ করে যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে ইচ্ছুক। প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বন্ধন ব্যাঙ্ক। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ (West Bengal Bandhan Bank DSA Recruitment 2023) করা হবে বলে জানানো হয়েছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কাজের ন্যূনতম যোগ্যতা থেকে শুরু করে বেতন কাঠামোর ব্যাপারে জানানো হয়েছে সেখানে।
ব্যাঙ্ক সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ২৩টি জেলার বাসিন্দারাই এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। গোটা রাজ্যের বন্ধন ব্যাঙ্কের ইউনিটে মূলত দু’টি পদে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ হতে চলেছে। এই পদগুলি হল রিলশনশিপ ম্যানেজার এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এছাড়াও লোন রিকভারি, ক্রেডিট কার্ড ও ফোন ব্যাঙ্কিং সেক্টরেও কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে ব্যাঙ্কিংয়ের আরও বিভিন্ন সেক্টরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাঙ্ক। এই পদগুলির জন্য আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাঙ্কের এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে ১৫ হাজার ৫০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা অবধি বেতন পাবেন।
এই পদে চাকরিরত কর্মীরা সমস্ত রকম সরকারি ছুটি পাবেন। এছাড়াও প্রতি মাসে চারটি রবিবার ছুটি থাকবে। পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে। এই পদে আবেদন করতে হলে hr.bankinghub@gmail.com ইমেল আইডি-র মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিস্তারিত জানতে 9679813246 / 9679813246 এই নম্বরে ফোনও করতে পারেন।
পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জমা দিতে হবে। এছাড়াও প্রার্থী যদি গ্রাজুয়েট হন, তাহলে গ্রাজুয়েশনের মার্কশিটও জমা দিতে হবে। একইসঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড জমা দিতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রার্থীর নিজস্ব বায়োডেটা জমা দিতে হবে। প্রত্যেকটি নথিরই ফোটোকপি জমা দিতে হবে প্রার্থীদের।