মুকুল যেতেই ইস্তফার হিড়িক বিজেপিতে, পদত্যাগ করলেন বনগাঁর সহ-সভাপতি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার মুকুল রায় (mukul roy) বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে যেতেই, বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে আবার বিজেপি ছাড়ার পদত্যাগ পত্র জমা দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিন্‌হা (Tapan Sinha)। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

নির্বাচনের পর থেকেই কিছুটা ছাড়া ছাড়া ভাব দেখা গিয়েছিল বিজেপির সঙ্গে মুকুল রায়ের। শপথ বাক্য পাঠ করলেও, বিজেপির বৈঠকে যোগ দেননি তিনি। তারপর আবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূলের উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে সবুজ শিবিরে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপরই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবকে পদত্যাগ পত্র পাঠান বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিন্‌হা। চিঠিতে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরেই দলের রাজনৈতিক কর্মসূচি আমাকে জানানো হচ্ছিল না, যার ফলে আমি কিছুই জানতে পারছিলাম না। তারউপর আমার শারীরিক অসুস্থতার কারণেই, আর পেরে উঠছিলাম না। সেই কারণেই আপাতত পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কি করব, তা এখনও ঠিক করিনি’।

এপ্রসঙ্গে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল জানান, ‘দল ক্ষমতায় না আসার ফলে, নিজের স্বার্থসিদ্ধি হবে না ভেবে তৃণমূলে ফেরার চেষ্টা করছেন উনি। আশা করি এতে দলের কোন ক্ষতি হবে না’।

প্রসঙ্গত, শুক্রবারই দলীয় বৈঠকে যোগ দিতে বনগাঁ গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিধানসভা নির্বাচনে বনগাঁ মহকুমায় একচেটিয়া জয় পাওয়ার পরও জেলার সহ-সভাপতির এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

X