প্রতিষ্ঠা হল হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু সেনা’! অম্বিকানন্দ মহারাজের নেতৃত্বে হিন্দু ধর্মের সংহতি রক্ষা করবে BHS

বাংলা হান্ট ডেস্ক : বাংলার বুকে সৃষ্টি হল আর হিন্দুত্ববাদী সংগঠন। অম্বিকানন্দ মহারাজের নেতৃত্বে পথ চলা শুরু হল ‘বঙ্গীয় হিন্দু সেনা’-র। এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অম্বিকানন্দ মহারাজ। তিনি দাবি করেন এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। হিন্দু ধর্মের প্রসার ও সংহতি রক্ষাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অম্বিকানন্দ মহারাজ ‘বঙ্গীয় হিন্দু সেনা’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। এদিন তিনি লেখেন, ‘জয় মহামায়া! বাঙালী হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য আশু প্রয়োজন সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী এক অরাজনৈতিক হিন্দু সংগঠন।nযাদের কাজ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করে রাজনীতিকে সঠিক তথা হিন্দুত্বের পথে পরিচালিত করা,
আসুন সকলে একসাথে এই কাজে ব্রতী হই।’

   

বৃহস্পতিবার অম্বিকানন্দ মহারাজের লাইভে উঠে আসে একাধিক বিষয়। ‘বঙ্গীয় হিন্দু সেনা’ প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি টেনে আনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের প্রসঙ্গ। এদিন অম্বিকানন্দ বলেন, ‘আরএসএস, বিশ্ব হিন্দুপরিষদের মতো সংগঠন থাকা সত্ত্বেও যোগি আদিত্যনাথকে ‘হিন্দু যুবা বাহিনী’ তৈরি করতে হয়। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে এই সংগঠনের বিরাট অবদান রয়েছে। আর সেই একই লক্ষ্যে বাংলা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বা সিংহবাহিনী থাকা স্বত্বেও বঙ্গীয় হিন্দু সেনা তৈরি করা হয়েছে।’

অম্বিকানন্দ মহারাজ বক্তব্যে ফুটে ওঠে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলায় ঘটা হিংসার ঘটনা। এই ঘটনার ই্যসুতে রীতিমতো আক্রমণ শানিয়েছেন বজেপির নেতৃত্বের উপর। এই সময় দলীয় কর্মীদের পাশে না দাঁড়ানোয় তীব্র সমালোচনাও করেন তিনি। বঙ্গীয় হিন্দু সেনা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করলেও, রাজনীতিতে এই সংগঠনের পড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর