প্রচুর মানুষ কাজের জন্যে ব্যাঙ্গালোর যান। আর কাজের জন্যে তারা সেখানেই থাকেন কিন্তু দেশে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হতেই থাকায় প্রধানমন্ত্রী লক ডাউন ঘোষণা করেন। আর এরপরে সবাই গৃহ বন্দী। অনেকেই ভিন্ন দেশ বা রাজ্যের আটকে আছেন। আর এবার তাদের সাহায্য করার জন্যে পাশে দাঁড়ালেন বঙ্গীয় সমাজ । এর মধ্যেই কর্নাটকে আটকে পড়া প্রায় চোদ্দ হাজার বাঙালি আছেন। তাদের খাবার থাকার বন্দোবস্ত করেছে বঙ্গীয়সমাজ । এর মধ্যেই সৌমিত্র খা, অধীর চৌধুরী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর আছেন।
প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।
আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের মানুষের পাশে দাঁড়াতে অনেকেই টাকা, খাবার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজস এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন একসাথে ১১২৫ কোটি টাকা অনুদান দিচ্ছে।
ভারতে মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এই বিপুল অর্থ দেওয়া হয়েছে।তাছাড়া অনেক অভিনেতা, খেলোয়াড় অনেকেই আর্থিক সাহায্য করেছেন।