বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের কোষাগার থেকেই আবাসে (Bangla Awas Yojana) বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার উপভোক্তারা। এবার জানানো হল, আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় এগোনো হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার (West Bengal government)।
সময়ের আগেই দেওয়া শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা! Bangla Awas Yojana
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। এবারে শোনা যাচ্ছে, মে মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। উল্লেখ্য, দুই দফায় মোট ১ লক্ষ ২০ হাজার করে আবাসের টাকা দেওয়ার কথা রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে। যার মধ্যে ১১ লক্ষ আবাসের মূল তালিকায় থাকা উপভোক্তা এবং ১ লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা রয়েছেন তালিকায়।
ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার করে মোট প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা প্রদান করেছেন রাজ্য। বাকি টাকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে উদ্যত প্রশাসন। জানা যাচ্ছে, আবাসে বাড়ি তৈরির কাজ কোথায় কত দূর হয়েছে, কতটা বাকি রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার নিজে বহু জেলার কাজ গিয়ে খতিয়ে দেখেছেন।
জানা যাচ্ছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় উপভোক্তারা এই সময় চাষের কাজে ব্যস্ত থাকার ফলে সেখানে বাড়ি তৈরির গতিতে কিছুটা ভাটা পড়েছে। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “খুব অল্প সংখ্যায় হলেও যাঁদের বাড়ি তৈরির গতি শ্লথ, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তাঁরা সেই কাজেই গতি বাড়াবেন।’ তিঁনি জানান, মে মাসের শেষের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: শীঘ্রই খুলবে কপাল! মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য বড় উদ্যোগ সরকারের
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য। ভোটে বিপুল জয়ের পর জনতাকে দেওয়া কথা মাথায় রেখে আবাসের টাকা দেওয়া শুরু করে রাজ্য। উল্লেখ্য, বহু বছর ধরে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যে আবাসের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার।