বাংলা হান্ট ডেস্ক : বাংলায় ভারতীয় প্রযুক্তিতে তৈরি হাইস্পিডের রেলইঞ্জিন যার কথা জানালেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেইসঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেছেন যাতে ইঞ্জিনের স্পিডোমিটারও স্পষ্ট।
জানা যাচ্ছে এই প্রথম নিজস্ব কারখানায় এত উচ্চগতিসম্পন্ন রেলইঞ্জিন তৈরি করল ভারতীয় রেলওয়ে। রেল কর্তৃপক্ষের দাবি, তাদের হাই-স্পিড লোকোমোটিভ ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। রেলমন্ত্রী এই খবর জানানোর পর জানা যায় তিনি আপ্লুত ভারতীয় রেলওয়ের এই উন্নতিতে।
প্রসঙ্গত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় পশ্চিমবঙ্গের ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস’-এ তৈরি হয়েছে এই ইঞ্জিন।নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন ভারতীয় প্রযুক্তিতে তৈরি হাইস্পিডের এই রেলইঞ্জিনের খবর দেন রেলমন্ত্রী।ট্রায়াল রানে ভারতের দ্রুততম ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর গতিও ১৮০ কিলোমিটার/ঘণ্টা। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে দ্রুতগতির এই ট্রেনটি নির্মিত হয়েছে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে। চালু কবে হবে তার অপেক্ষায় মানুষ।