রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করে রাজস্থানকে হারালো বাংলা।

রঞ্জি ট্রফিতে বাংলার জয়! রাজস্থানের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে মূল্যবান ছয় পয়েন্ট ঘরে তুলল বাংলা। এই ম্যাচে জয়ের জন্য বাংলার দরকার ছিল 320 রান। ম্যাচের শেষ দিনে বাংলা দলের স্কোর ছিল 158 রানে চার উইকেট। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচে জয় বাংলার ব্যাটসম্যানদের এক অনবদ্য সাফল্য। আর এই জয়ের ফলে রঞ্জি ট্রফির নকআউট পর্বে ওঠার রাস্তা আরও বেশি পরিষ্কার হয়ে গেল মনোজ তেওয়ারি, অভিমুন্য ঈশ্বরণদের।

ব্যাটিং করতে নেমে শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাংলার দুই ব্যাটসম্যান অনুষ্টুপ এবং শ্রীবৎ গোস্বামী। সেই সময় বাংলা দলের হাল ধরেন অর্ণব নন্দী এবং শাহবাজ আহমেদ। বাংলার রান যখন 237 সেই সময় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অর্ণব নন্দী। আর সেই পরিস্থিতি থেকে বাংলাকে জয়ের দৌড় গোড়ায় নিয়ে যান শাহবাজ। তিনি টেল এন্ডারদের নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে বাংলা কে জয় এনে দেন। শেষের দিকে নেমে আকাশদীপ 22 রান করেন।

621391305b512ce19b81fbecb00bf7f6ac9bc201

ছয় মেরে বাংলার জয় সূচক রানটি করেন শাহবাজ আহমেদ। তিনি অপরাজিত 61 রানের ইনিংস খেলেন যার জন্য সহজেই এই ম্যাচে জয় পায় বাংলা। এই মুহূর্তে সাত ম্যাচ খেলে বাংলার পয়েন্ট 26, গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবেন মনোজ তেওয়ারি, অভিমুন্য ঈশ্বরণরা।


Udayan Biswas

সম্পর্কিত খবর