বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2024)। ইতিমধ্যেই সেটিকে নজরে রেখে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। কয়েকদিন আগে আবার বাংলার বুকে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল তেজস জনকল্যাণ পার্টি। তা নিয়ে জোর চর্চা চলেছে। এই আবহে আত্মপ্রকাশ করল বাংলা একতা মঞ্চ (Bangla Ekata Mancha)। গত ১২ জানুয়ারি মৌলালি যুব কেন্দ্রে একটি সম্মেলনের মাধ্যমে অরাজনৈতিক মঞ্চ হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল। এবার রাজ্যের ১৫টি জেলার ১২০টি স্থানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করল সংশ্লিষ্ট সংগঠন। সেই সঙ্গেই দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই খাতা।
বাংলা একতা মঞ্চের (Bangla Ekata Mancha) অন্যতম মেন্টর তৃণমূলের তন্ময় ঘোষ!
জানা যাচ্ছে, বাংলা একতা মঞ্চ নিজেদের অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও, উক্ত সংগঠনের মেন্টর অথবা উপদেষ্টা হিসেবে থাকা বহু ব্যক্তি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্য স্বনির্ভর নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ এই সংগঠনের মঞ্চের অন্যতম মেন্টর।
আরও পড়ুনঃ ১০০০০০! বাংলার আবাস নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, ধন্য ধন্য করছেন সকলে
বাংলা একতা মঞ্চের রাজনৈতিক যোগ সম্বন্ধে তন্ময়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি নিজে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। তবে এই সংগঠনের উদ্দেশ্য এখনও সামাজিক’। তিনি দাবি করেন, সংবিধানের প্রস্তাবনা পাঠের দ্বারা সংবিধানের মূল বক্তব্য সম্বন্ধে নতুন প্রজন্মকে সচেতন করাই লক্ষ্য।
একুশের বিধানসভা ভোটের আগে নো ভোট ফর বিজেপি ক্যাম্পেন শুরু হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এই প্রচারের ফলে রাজনৈতিকভাবে অনেকখানি সুবিধা হয়েছিল তৃণমূলের (TMC)। বাংলায় সেই ক্যাম্পেনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই এই নতুন অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে আত্মপ্রকাশ করেছে বাংলা একতা মঞ্চ (Bangla Ekata Mancha)। তারা নিজেদের অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও, রাজনৈতিক কর্মীদের এই ধরণের সংগঠন ভোটের আবহে কতখানি রাজনীতি বিচ্ছিন্ন থাকবে তা নিয়ে সন্দিহান বহু রাজনৈতিক বিশ্লেষক। আগামীদিনে এই সংগঠনের কর্মসূচি কী হয়, আপাতত সেদিকেই নজর সকলের।