প্রথমবারেই প্রায় মিলে গেল EXIT Poll, ত্রিপুরায় নিয়ে যা সমীক্ষা করেছিল বাংলা হান্ট

বাংলা হান্ট ডেস্ক : প্রথম পরীক্ষাতেই বিরাট সাফল্য। ত্রিপুরার বুথ ফেরৎ সমীক্ষার (Exit Poll) সঙ্গে হবহু মিলে গেল নির্বাচনের ফলাফল। বাংলা হান্ট এবং পোলস্ট্রিট যৌথ ভাবে এই সমীক্ষা করেছিল।

বাংলা হান্ট-Polstreet সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৩৩ থেকে ৩৯টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ৮ থেকে ১৪ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ১১ থেকে ১৭। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০ থেকে ৩।

বাস্তবে ভোটের ফল যা হয়েছে : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এল বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩২ টি আসনে জিতেছে। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা একটি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩ আসনে।

tripura assembly election

 

অপরদিকে, সাগরদিঘীতে জয়ী কংগ্রেস ৷ সাগরদিঘি উপনির্বাচনে জয়ী জোট প্রার্থী ৷ ২৫ হাজারের বেশি ভোটে জয়ী বাইরন বিশ্বাস ৷ সাগরদিঘীতে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ৷ বাইরন বিশ্বাসের জয়ে বিধানসভায় কংগ্রেসের পা ৷ বিধানসভায় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি বাইরন বিশ্বাস ৷ ২০২১ বিধানসভা নির্বাচনে ৫০ হাজার ভোটে জয় তৃণমূলের ৷ দু’বছরের মধ্যেই সাগরদিঘিতে রাজনীতির পালাবদল।

২০২১-এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘীতে জয়ী হন তৃণমূলের সুব্রত সাহা। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির মাফুজা খাতুন। পরে সুব্রত সাহার মৃত্যুতে আসনটি খালি হয়। সাগরদিঘীতে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূল। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি এবং কংগ্রেস। সাগরদিঘীতে কংগ্রেসকে সমর্থন করেছে বামেরা।

Sudipto

সম্পর্কিত খবর