ভাবতেও অবাক লাগে, চীনা রেডিওয় প্রচারিত হচ্ছে বাংলা সংবাদ, বেজে উঠছে রবীন্দ্রসঙ্গীত

বাংলাহান্ট ডেস্কঃ বাংলা ভাষা (Bengali language), রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet), ভারতীয় তথা বাঙালীদের জীবনের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িত। কিন্তু জানেন কি চীনের (China) আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কদর। এমনকি প্রচারিত হয় বাংলা সংবাদও। গত ৫০ বছর ধরে চলে আসছে এই প্রচার। একসময় চীনের সঙ্গে শুধুমাত্র ভারত, গোটা বাংলারই ছিল গভীর এক বন্ধুত্বের সম্পর্ক।

বাংলা চীন সম্পর্ক
১৯২৪ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চীন ভ্রমণে গিয়েছিলেন। ৪৯ দিনের তাঁর এই ভ্রমণের পর চীন থেকেও বাংলায় ঘুরতে এসেছেন অনেকেই। শান্তিনিকেতনের চীনা ভবন রবীন্দ্রনাথ এবং তান ইয়ুন-সানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির হিসাবে রয়েছে।

china 44444

 

চীনে বাংলা ভাষার সংবাদ প্রচার
বর্তমান দিনে ভারত চীনের সম্পর্ক তলানিতে এসে ঠকেছে। সীমান্ত এলাকায় জায়গা দখল থেকে শুরু করে, সেনাদের মধ্যেকার সংঘর্ষ সবকিছুকে কেন্দ্র করে, আজ ভারত চীনের মধ্যে এক উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আমরা অনেকেই জানি না, চীনের রেডিও থেকে এখনও সম্প্রচারিত হয় বাংলা ভাষার সংবাদ, রয়েছে বাংলা ভাষার খবরের ওয়েবসাইটও।

image 48379 1557241474

প্রচারিত হয় কবিগুরুর গানও
রেডিও ইন্টারন্যাশনাল চায়না, এখান থেকে সমগ্র বিশ্বে মোট ৬৫ টি ভাষায় সংবাদ প্রচারিত হয়। তাঁর মধ্যে বাংলা ভাষা অন্যতম। বাংলা ভাষার পাশাপাশি প্রচারিত হয় কবিগুরুর গানও। ১৯৬৯ সালের প্রথম দিন থেকেই বাংলা ভাষা জায়গা করে নেয়, চীনের রেডিওতে। ভারত এবং চীন একত্রে এমনকি প্রাচীনকালে স্বাধীনতার যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে সামিলও হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর