বামেদের রাজ্যে ক্ষমতায় দেখতে চায় না বাংলা পক্ষ? ওঁরা প্রধান বিরোধী হোক বললেন গর্গ

বাংলাহান্ট ডেস্ক : তিনি গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। বাংলার রাজনীতিতে বেশ একটি চর্চিত নাম। এই ব্যক্তি লড়াই করেন ‘বাংলা ভাষার অধিকার’ নিয়ে। কিন্তু মাঝেমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মন্তব্য পেশ করতেও দেখা যায় তাঁকে। যেমন ঘটল একদিন আগে। হঠাৎ করে গর্গবাবু বলে বসেন ২০২৬ এর আগে সিপিএমকে (CPM) প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চান। ব্যাস, তাঁর এই মন্তব্যের পরই বামপন্থীরা তাঁর বিরুদ্ধে চলে যায় এই ভেবে যে গর্গ সিপিএমকে বাংলার শাসক দল হিসাবে দেখতে চায় না। অপর দিকে আবার গেরুয়া শিবির ক্ষুব্ধ হয়ে ওঠে তাদের থেকে প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে গর্গ চট্টোপাধ্যায় লেখেন, ‘বাংলাপক্ষ চায় ২০২৬ এর আগে বাংলার প্রধান বিরোধী দল হোক বাংলার সিপিএম। জনসমর্থনকে ভোট সমর্থনে পরিণত করতে সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়াদের ফেরানো জরুরি।’ এই পোস্টের পরই ওঠে বিতর্কের ঝড়। বামপন্থীরা এসে এই পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো আক্রমণ করতে শুরু করেন গর্গকে। তাঁদের দাবি গর্গ সিপিএমকে বাংলায় ক্ষমতায় বসতে দেখতে চাননা। এত দুর্নীতির পরও গর্গ তৃণমূলকেই সমর্থন করেন বলে দাবি দের। অনেকেই আমার বলেন বাংলাপক্ষের আড়ালে গর্গ তৃণমূলেরই শাখা পরিচালনা করেন।

WhatsApp Image 2022 09 21 at 2.06.21 PM

এই সমস্ত অভিযোগের পরই আবার সরব হন বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবারও লেখেন, ‘২০২১ বিধানসভা ভোরে বিজেপি ভোট পেল ৩৮.১২%, সিপিএম ৪.৭২ শতাংশ। বললাম আমি চাই সিপিএম প্রধান বিরোধী দল হয়ে উঠুক। এতে সিপিএম সমর্থকরা আমাকে তৃণমূল বলল। আজব!’ এই পোস্ট করে গর্গ বোঝাতে চেয়েছেন তিনি চান বিজেপির জায়গাটা গ্রহণ করুক বাংলার সিপিএম। কিন্তু সিপিএম সমর্থক না বুঝেই তাঁকে আক্রমণ করা শুরু করেছে বলে দাবি তাঁর।

WhatsApp Image 2022 09 21 at 2.07.58 PM

গর্গর এই পোস্টের নিচে একাধিক উত্তেজক কমেন্টও দেখা যায়। অনেকেই তাঁকে বলেছেন তিনি নাকি ‘তৃণমূলের দালাল।’ আবার ‘তৃণমূলের চামচা’ বলে আক্রমণ করতেও দেখা গেছে অনেককে। তবে এই সমস্ত কমেন্টে গর্গ চট্টোপাধ্যায় মানসিক ভাবে আঘাত পেয়েছেন বলেই মনে করছেন তাঁর অনুগামীরা।

Sudipto

সম্পর্কিত খবর