বাংলাহান্ট ডেস্ক : বাঙালির অধিকার নিয়ে আন্দোলন চালায় বাংলা পক্ষ। অবাঙালিদের হাতে বাঙালি নির্যাতন হোক বা বাঙালির কর্মসংস্থান সব কিছুতেই সোচ্চার এই বাঙালি জাতীয়তাবাদী সংগঠন। এবার এই বাংলা পক্ষকেই ‘বাঙালির বিএসএফ’ বলে দাবি করতে দেখা গেল বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে বাঙালির অধিকারের দাবিতে সংগ্রামের ডাকও দিয়েছেন তিনি।
বাঙালির কর্মক্ষেত্রে অবাঙালিদের ভাগ বসানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বাঙালির অর্থকরি সমস্ত জায়গা বেদখল হচ্ছে। বাঙালিকে কোনঠাসা করে তুলেছে বহিরাগতরা। বাংলা ও বাঙালি নিরবিচ্ছিন্ন ভাবে অবদমিত,লুন্ঠিত, বঞ্চিত, প্রতারিত প্রান্তিক হয়ে উঠেছে। আর লক্ষ্মণরেখা নয়। এবার সংগ্রামের সময়। আর সেই কাজটাই করছে বাংলা পক্ষ।’ তিনি আরও বলেন,’ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা বাঙালিকে অনেক কিছু অর্জন করাতে পেরেছি। বাংলার উপর যখনই হিন্দি সাম্রাজ্যবাদীরা আঘাত করার চেষ্টা করবে বাংলা পক্ষ রুখে দাঁড়াবে। বাংলা পক্ষ বাংলায় বাঙালির বিএসএফ।’
এই প্রসঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়েরও প্রসঙ্গ টেনেছেন তিনি। তাঁর কথায়, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের সব গানের কপিরাইট গোয়েঙ্কার। তাঁর মৃত্যুতে বাঙালি কাঁদলেও টাকা ঢুকছে অবাঙালি গোয়েঙ্কার পকেটে। রসগোল্লার ক্ষেত্রেও ক্ষুদিরামের ঘাম রক্ত চেটে খাচ্ছে হলদিরাম। ইস্টবেঙ্গল -মোহনবাগানও তাই। আড়কাঠিরাই সংস্কৃতির নিয়ন্ত্রক হয়ে গেছে।’
বাঙালির অধিকার নিয়েও হুঙ্কার ছেড়েছেন গর্গ। তাঁর কথায়, ‘বিহারে বিহারির যতটা অধিকার, বাংলায় বাঙালির ততটাই অধিকার হোক। অন্যদিকে উত্তরপ্রদেশে বাঙালিদের যতটা অধিকার এ রাজ্যে বহিরাগতদেরও ততটাই অধিকার থাক। আমরা সোজা ভাবে কথা বলি। বাংলার মাটি আমাদের পূর্বপুরুষদের। এখানে বাঙালিদের অধিকারটাই অগ্রাধিকার পাবে। বাংলাকে উত্তরপ্রদেশ কিংবা বিহার হতে দেওয়া যাবে না।’ বাঙালির অধিকার রক্ষায় ঢাল হাতে দাঁড়াবে ‘বিএসএফ’ বাংলা পক্ষ এই কথাই জানিয়েছেন তিনি। কার্যতই এহেন মন্তব্যে বিতর্কের ঝড় রাজ্যজুড়ে।