‘বাংলার কোনও সম্পত্তি নিয়ে কেন্দ্রের নাক গলানো মানব না’! WAQF-অশান্তির আবহেই বিস্ফোরক গর্গ চট্টোপাধ্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) নিয়ে রাজ্যের নানান প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। জঙ্গিপুর, আমডাঙা, মুর্শিদাবাদ সহ নানান এলাকা তেতে উঠেছে। এমতাবস্থায় এই ইস্যুতে মুখ খুললেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। বাংলা হান্টের কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, ওয়াকফ সহ বাংলার কোনও সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) হস্তক্ষেপ আমরা মানব না।

ওয়াকফ অশান্তির আবহে মুখ খুললেন গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)!

রাজ্যের নানান প্রান্তে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদের চিত্র দেখা যাচ্ছে। সোমবার ভাঙরেও দেখা গিয়েছিল প্রতিবাদের ছবি। এই ‘বিতর্কিত’ আইন নিয়ে বাংলা পক্ষের কী ‘স্ট্যান্ড’? জবাবে গর্গ বলেন, ‘বাংলা পক্ষের স্ট্যান্ড শুধুমাত্র ওয়াকফ আইন নিয়ে নয়। ২০১৮ সালে আমরা যে ৩০ দফা দাবি তৈরি করেছি, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনও ভূমি বা সম্পত্তি, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নাক গলানোর স্পষ্ট বিরোধিতা করি। সেটা ওয়াকফ হোক, দেবোত্তর হোক, ব্যক্তিগত জমি হোক, খাসজমি হোক’।

এখানেই না থেমে গর্গ (Garga Chatterjee) আরও বলেন, এই মুহূর্তে কেন্দ্রের হাতে থাকা বন্দর, গঙ্গা নদীর দু’পার, গঙ্গাবক্ষ, খনি, এগুলিও পশ্চিমবঙ্গের হাতে ফেরত চাই। তিনি স্পষ্ট বলেন, বাংলার জমিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের স্পষ্ট বিরোধিতা করে বাংলা পক্ষ। এর অংশ হিসেবে বাংলার ওয়াকফ সম্পত্তিতেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের বিরোধিতা করেন তারা।

আরও পড়ুনঃ আদালতের নজরদারিতে অশান্তির ঘটনার তদন্ত হোক! মুর্শিদাবাদ কাণ্ডে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

এই কথার সূত্রে কেন্দ্রের শাসকদল বিজেপিকেও (BJP) খোঁচা দেন গর্গ। তিনি বলেন, ‘বিজেপি প্রচণ্ড মুসলিম কল্যাণকারী পার্টি! ওয়াকফ আইন, তিন তালাক ইত্যাদি… মুসলিমদের কল্যাণের কথা না ভেবে ঘুম হয় না’। একইসঙ্গে তিনি দাবি করেন, এই আইনের বিরোধিতাকারী সাংসদদের মধ্যে প্রায় ৮০% মুসলিম নন। এই বিষয়টি শুধুমাত্র ওয়াকফের নয়, বরং বৃহত্তরভাবে রাজ্যের অধিকারের ওপর কেন্দ্রের ‘নাক গলানো’ বলে দাবি করেন গর্গ। কেন্দ্রিকরণের বিরোধিতা ও রাজ্যের স্বাধিকারের কথাও বলেন তিনি।

অতীতে নানান ইস্যুতে বাংলা পক্ষকে (Bangla Pokkho) প্রতিবাদ করতে দেখা গিয়েছে। তবে ওয়াকফ আইনের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না কেন? সেকথাও বাংলা হান্টকে জানিয়েছেন গর্গ। তিনি বলেন, ‘আমরা দিল্লি গিয়ে কী প্রতিবাদ করব? প্রথমত, আইন পাশ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, বিজেপি এখানে ক্ষমতায় নেই। ফলে কার্যকর করার ক্ষমতা তাদের কাছে নেই। বাংলা পক্ষ প্র্যাক্টিক্যাল আন্দোলন করে। যে আন্দোলনের একটা স্পষ্ট দিশা, স্পষ্ট ফলাফল রয়েছে’।

গর্গ (Garga Chatterjee) আরও বলেন, ‘উত্তরপ্রদেশে কী হচ্ছে, মধ্যপ্রদেশে কী হচ্ছে সেখানে ওয়াকফ নিয়ে কী করা হবে, এই বিষয়ে বাংলা পক্ষ ভাবিত নয়’। তিনি স্পষ্ট বলেন, ওয়াকফ সহ যে কোনও ইস্যুতে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। তবে হিংসাত্মক, ধ্বংসাত্মক, ভ্রাতৃঘাতী প্রতিবাদ কোনও ভাবেই রেয়াত করা চলবে না।

আরও পড়ুনঃ বড় মোড়! ‘আন্তর্জাতিক মানের’ আইনজীবী আসছে DA মামলায়, কে তিঁনি? সুপ্রিম কোর্টে বিরাট আপডেট

গর্গ এদিন দাবি করেন, বিগত কয়েক বছরে আমাদের সমাজে সবকিছুতেই ‘ধর্ম’ এসে গিয়েছে। অনেকেই ‘মহান ধার্মিক’ হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পুরমন্ত্রী ফিরহাদকেও একহাত নেন গর্গ। তাঁর কথায়, ‘অন ক্যামেরা টাকা নেওয়া শুভেন্দু অধিকারী, ববি হাকিমও এখন মহান ধার্মিক। তাঁরা ধর্ম সম্বন্ধে জ্ঞান দেন। এই ধরণের চোর, ডাকাত, ঘুষখোর যখন ধর্মগুরু হয়ে ওঠেন, তখন সেই ধর্মের পারদ চড়ে যে বিষয়টি হবে সেটাই যা হওয়ার হয়। ফলে পুলিশ, সরকার, প্রশাসন ধর্মীয় কিছু জিনিস হতে দেয়’।

Garga Chatterjee Bangla Hunt interview

মুর্শিদাবাদ অশান্তি (Murshidabad Violence) নিয়েও এদিন মুখ খোলেন গর্গ। তিনি বলেন, দাস পরিবারের পিতা-পুত্রকে যে খুন করা হয়েছে, সেই আততায়ীদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে এবং বিচার করে শাস্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, এই পর্যায়ে আমরা উপনীত হলাম কীভাবে?

আরও পড়ুনঃ পয়লা বৈশাখে বৃষ্টির তাণ্ডব! কোন কোন জেলা ভিজবে? আজকের আবহাওয়া

এরপরেই হুমায়ুন কবীর, অর্জুন সিংকে একহাত নেন গর্গ। ভরতপুরের তৃণমূল বিধায়কের একাধিকবার দলবদল নিয়ে খোঁচা দেন তিনি। প্রশ্ন করেন, ‘এই স্ক্রাউন্ড্রেলটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন? এর সঙ্গে সবাই ঘর করেছে। বিজেপি করেছে, তৃণমূল করেছে, আগামীদিনে আর কে কে করবে জানি না। এই ব্যক্তিত্বগুলো রাজনীতিতে কেন?’ স্পষ্ট প্রশ্ন গর্গের।

বাংলা হান্টের মুখোমুখি হয়ে ওয়াকফ আইন থেকে শুরু করে মুর্শিদাবাদ অশান্তি, একাধিক ইস্যুতে সুর চড়ান গর্গ (Garga Chatterjee)। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকেও নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি ওয়াকফ ইস্যুতে কেন বাংলা পক্ষকে দেখা যাচ্ছে না, সেটাও স্পষ্ট করে দেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X