ইন্টারনেট ব্যাবহার বৃদ্ধিতে সবাইকে পিছনে ফেলে দিল বাংলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। কার্যত গৃহবন্দি গোটা দেশ। জরুরি পরিষেবা ছাড়া দেশের সব অফিস – কাছারি, স্কুল – কলেজ বন্ধ। যার ফলে এক ধাক্কায় ইন্টারনেট ব্যাবহার অনেকটাই বেড়ে গেছে। আর এই বৃদ্ধিতে দিল্লি মুম্বাইয়ের মত শহরকে রীতিমতো তাক লাগিয়ে পেছনে ফেলে দিয়েছে বাংলা।

পরিসংখ্যান বলছে, ইন্টারনেট ব্যাবহার বৃদ্ধির সীমা যখন দিল্লি , মুম্বাইয়ে ৩ শতাংশ। পশ্চিমবঙ্গে সেখানে এই বৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। উল্লেখ্য, গত কয়েকদিনে ইউটিউবের মত অনেক ভিডিও ভ স্ট্রিমিং অ্যাপগুলি এইচডি থেকে এসডি ফরম্যাটে যাওয়া সত্ত্বেও ডেটা ব্যবহার বহুলাংশে বৃদ্ধি বেশ তাতপর্য পূর্ণ।

 


সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)- সূত্রে জানা যাচ্ছে মোবাইল ডেটা ব্যবহার ৩০ শতাংশ মতো বেড়ে গিয়েছিল। ভিডিয়ো স্ট্রিমিং এইচডি থেকে এসডি ফরম্যাটে যাওয়ায় তা কিছুটা কমানো সম্ভব হয়েছে। এখনো এই বৃদ্ধির হার ১৫ শতাংশ এর উপরে রয়েছে। নেটওয়ার্কের ওপর চাপ কমাতে সিওএআই ইতিমধ্যেই কেন্দ্রীয় টেলিকম দপ্তর (ডিওটি)-এর কাছে বাড়তি কট্রামের আর্জি জানিয়েছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি, লকডাউনের পরিস্থিতিতে গ্রাহকদের একাধিক আকর্ষণীয় ডেটা প্যাক ও ডেটা প্ল্যান এর অফার দিয়েছে টেলিকম সংস্থাগুলি। এই ডেটা প্ল্যান ব্যাবহার করেই কাজ থেকে বিনোদন, লকডাউনে ইন্টারনেটই মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে।

 

সম্পর্কিত খবর

X