বাংলাহান্ট ডেস্কঃ শীত (Winter) যেমন বেড়েছিল, এবারে গরমও (Summer) তেমনই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যন্য বছরের তুলনায় এবছর তাপমাত্রা গড়ে ১ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। গরম বাড়বে বাংলায় (West Bengal)। তবে দক্ষিণবঙ্গ অপেক্ষা উত্তরবঙ্গে তাপমাত্রা বেশি বাড়তে পারে বলে জানায় তাঁরা।
শীত যেতে না যেতেই বর্ষার আগমন হয়। আর বর্ষা যেতেই তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। ২০২০তে গরমের সময় অর্থাৎ মার্চ থেকে মে মাসের লং রেঞ্জ ফোর কাস্ট বলছে গড় তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এবার বাংলায়। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়বে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বাড়বে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস করবে মানুষজন থেকে পশুপাখি সকলে।
তাপমাত্রার হিসাবে ২৭ বছরের গড় ধরে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা হয়। সেই পদ্ধতিতে হিসাব করে আবহবিদরা জানান, ২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।
বাংলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ থেকে ১ ডিগ্রি বাড়তে পারে। এছাড়াও জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), হরিয়ানা (Haryana), চণ্ডীগড়, দিল্লি (Delhi), পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব-পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, মারাঠাওয়ারা ও কেরালায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এবারে তাপমাত্রা গত কয়েকবছরের তুলনায় বেশ বাড়বে বলে বোঝা যাচ্ছে।