বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী যখন এখন আমেরিকায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভারতের মুক্তি যুদ্ধের কথা কে তুলে ধরছেন তখন তারই দেশে ঘটে গেল সংখ্যালঘুদের ওপর নির্বিচারে অন্যায় অত্যাচার। কিন্তু তার সরকার চুপ কেন? প্রশ্ন জাগছে নানা মহলে। বাংলাদেশ যখন রোহিঙ্গাদের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি করছে এবং মায়ানমারের সাথে তাদের দ্বিপাক্ষিক আলোচনার স্তর র এক অন্য পর্যায়ে গেছে এই ধরনের হত্যালীলা নিঃসন্দেহে ধিক্কার জনক।
বৃহস্পতিবার সকালে হঠাৎ স্থানীয় প্রতিবেশীরা দেখতে পান নিহতদের কিন্তু কি ঘটেছিল? এমন ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক । স্থানীয় পুলিশ গিয়ে মরদেহ গুলি উদ্ধার করে নিয়ে আসে। কক্সবাজার হাসপাতালে এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেগুলো। কিন্তু খুনের পিছনে কি রয়েছে আসল রহস্য কি?
বাকি ধন্দে পুলিশ।
আসলে ঘটনাটি ঘটেছে স্থানীয় বড়ুয়া পরিবারের চারজনকে গলা কেটে খুন করাকে কেন্দ্র করে। বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান। নিহতদের নাম সখী বড়ুয়া, নাতি সনিও রবিন এবং তার পুত্রবধূ মিলা বড়ুয়া। তার ছেলে রুখেন বড়ুয়া কুয়েতে থাকেন তার সূত্রে আর পরিবারের সবাই থাকেন এই গ্রামের বাড়িতে। কিন্তু হঠাৎ কেন রক্তে ভাসল ঘর একের পর এক গলা কাটা দেহ রইল ছিন্ন বিচ্ছিন্ন ভাবে? বাংলাদেশের সংখ্যালঘু পরিবার তারা চারজনকে খুনের ঘটনায় কক্সবাজার উপজেলার পূর্ব রত্নাপালং এলাকা অগ্নিগর্ভ পরিস্থিতি।