বাংলাদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রেনের ধাক্কা পড়ুয়াভর্তি বাসে, মৃত ১১

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) ঘটে গেলো ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা আর তার কবলে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ৫। সুত্রের খবর, গতকাল চট্টগ্রামগামী একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে অপর একটি মাইক্রো বাসকে। তৎক্ষণাৎ বাসটিতে উপস্থিত ১১ জন যাত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা। আহত ৫ জনকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কেন্দ্রস্থল বাংলাদেশের চট্টগ্রামের নিকটবর্তী মিরসরাই বড়তাকিয়া এলাকা। সংবাদমাধ্যম সূত্রের খবর, খন্দকিয়া গ্রামের একটি কোচিং সেন্টারের সকল পড়ুয়া এবং শিক্ষকদের দল ওই বাসটিতে করে মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে তাদের জন্য যে ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ।

গতকাল চট্টগ্রামের নিকটবর্তী বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন এসে সজোরে ধাক্কা মারে ওই মাইক্রো বাসটিকে। সূত্রের খবর, ট্রেনটি আসার সময় গেট নামিয়ে সকল গাড়িকে আটকে দেওয়া হলেও আচমকা সেই গেটটি তুলে দেওয়া হয় এবং এর পরেই মাইক্রো বাসটি রেললাইন এলাকা ধরে যাওয়ার সময় আচমকা তাতে ধাক্কা মারে ট্রেনটি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সূত্রের খবর, চট্টগ্রামের এই ঘটনায় ১১ জন মারা গিয়েছেন এবং বাকি পাঁচজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। ট্রেন আসা সত্ত্বেও কেন গেটটি তোলা হলো কিংবা কেউ বাধা দিলেন না কেন, সে প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। তবে সম্পূর্ণ তদন্ত করে আসল সত্যতা সবার সামনে আনা হবে বলে আশ্বাস প্রশাসনের।

Sayan Das

সম্পর্কিত খবর