হাসিনাকে অনুসরণ! ভারতে আশ্রয় নিয়েছেন লাখখানেক আওয়ামী লীগ কর্মী, দাবি উপদেষ্টার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক ইতিহাসের পাতায় অন্যতম একটি রেড লেটার ডে। ছাত্র-জনতা আন্দোলনের চাপে বাধ্য হয়ে, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে হাসিনা সোজা চলে আসেন ভারতে (India)।

বাংলাদেশের (Bangladesh) উপদেষ্টার চাঞ্চল্যকর দাবি

বর্তমানে দিল্লিতেই বোন শেখ রেহানাকে নিয়ে অবস্থান করছেন হাসিনা। তবে হাসিনার সাথেই লক্ষাধিক আওয়ামী লীগ (Awami League) কর্মী-সমর্থক নাকি বর্তমানে রয়েছেন ভারতের আশ্রয়ে। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ মাহফুজ আলম এবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন।

আরও পড়ুন : ছাতা রেডি রাখুন! কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ‘এই’ ৩ জেলায়! আবহাওয়ার খবর

আওয়ামী লীগ সরকারের আমলে নিহত হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করা একটি মানবাধিকার সংগঠন পবিত্র ঈদ উপলক্ষে আয়োজন করে একটি বিশেষ অনুষ্ঠানের। ঢাকার তেজগাঁওয়ে মঙ্গলবার সেই অনুষ্ঠানে যোগদান করে মাহফুজ বলেন,  ‘‘আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু। এ ভিন্ন এদের কোনও পরিচয় নেই। এটা কোনও রাজনৈতিক দল নয়, বরং মাফিয়া গোষ্ঠী ছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ভারত এখনও হাসিনা ও তাঁর সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে।’’

আরও পড়ুন : LoC-তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের! চলল এলোপাথাড়ি গুলি, তৎক্ষণাৎ মোক্ষম জবাব ভারতের

রাজনৈতিক কারণে যে ব্যক্তিরা খুন বা নিরুদ্দেশ হয়েছেন তাদের পরিবারের লোকেদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘‘এবার তিন হাজারেরও বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, দেড় থেকে দু’হাজার মানুষকে গুম করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায়, তাহলে এই সংখ্যা আরও অনেক গুণ বাড়বে। তাই আমাদের অঙ্গীকার, কোনও দিন আওয়ামী লীগকে এই দেশে রাজনৈতিক ভাবে দাঁড়াতে দেওয়া যাবে না।’’

Bangladesh advisor comments Awami League members.

এদিনের অনুষ্ঠানে মহম্মদ মাহফুজ আলম হাসিনাকে আক্রমন করে দাবি করেন, শেখ হাসিনা গোটা বাংলাদেশের উপর জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে গিয়েছেন। তাঁর বিরোধিতা করলে জুটত সন্ত্রাসবাদী তকমা। গুম করে ফেলা হত তাদের। এমনকি বহু বিরোধীকে গুম করে ভারতে পাঠানোর অভিযোগও তোলেন তথ্য উপদেষ্টা। তাঁর অভিযোগ, ‘‘গোটা বাংলাদেশেই ‘আয়নাঘরের’ মতো গুমঘর ছিল। আমরা আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি।’’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X