ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ইউনূসের উপদেষ্টার! এবার কি ছক কষছে বাংলাদেশ?

বাংলাহান্ট ডেস্ক : ভারত বাংলাদেশের (Bangladesh) মধ্যেকার সম্পর্কের উত্থান পতন অব্যাহত রয়েছে। আগে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। মহম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ। উপরন্তু ইউনূসকেই দেখা গিয়েছে যুদ্ধের জিগির তুলতে। আর এবার নতুন করে উসকানিমূলক মন্তব্য করতে শোনা গেল বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

সীমান্ত সংঘর্ষ নিয়ে বিষ্ফোরক বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় দিনই সংঘর্ষের খবর আসছে ভারত বাংলাদেশ (Bangladesh) সীমান্ত থেকে। ওপার বাংলা থেকে অবৈধ ভাবে বাড়ছে অনুপ্রবেশের হার। এমতাবস্থায় মালদহে ভারত বাংলাদেশ (Bangladesh) সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁর দাবি, তাঁদের দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সেই সঙ্গে বিজিবি অর্থাৎ বাংলাদেশ (Bangladesh) বর্ডার গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, তাঁদের রক্ত ঝরতে পারে কিন্তু দেশের সীমান্ত নিরাপদ থাকবে।

Bangladesh advisor of home affairs said this against India

কী বলেন ইউনূসের উপদেষ্টা: মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশি (Bangladesh) কৃষকদের বিরুদ্ধে এপারে এসে ভারতীয় কৃষকদের ফসল চুরির অভিযোগ উঠেছিল। বিএসএফ সূত্রে খবর, দুই দেশের কৃষকদের মধ্যে গালিগালাজ এবং পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছিল। তবে বিএসএফ মধ্যস্থতা করে ভারতীয় কৃষকদের সরিয়ে নিয়ে আসে। এদিকে এই পরিস্থিতিতে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যতদিন আমরা বেঁচে আছি, ততদিন কেউ আমাদের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না। আমাদের রক্ত ঝরতে পারে, কিন্তু সীমান্ত নিরাপদ থাকবে”।

আরো পড়ুন : নায়িকা রূপেই আত্মপ্রকাশ, দীর্ঘদিন পর ভিলেন হয়ে সিরিয়ালে কামব্যাক জনপ্রিয় অভিনেত্রীর

ঘটনার গুরুত্ব নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর: জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়, ধান এবং গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের আহত হওয়ার খবর মিলেছে। পাশাপাশি একজন অসামরিক ব্যক্তিরও আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ঘটনাটিকে ‘ছোট’ বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।

আরো পড়ুন : অনস্ক্রিন রোম্যান্সের ছোঁয়া বাস্তবেও, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়লেন টপার সিরিয়ালের নায়ক নায়িকা!

জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়, আগের প্রশাসন সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেয়নি। নতুন নিরাপত্তা ব্যবস্থার জন্যই বর্তমানে সীমান্তে সংঘর্ষের ঘটনাগুলি ঘটছে বলে দাবি করা হচ্ছে। তবে অদূর ভবিষ্যতে এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর