ইংল্যান্ড-নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিল বাংলাদেশও, ঘোরসংকটে রমিজ রাজারা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট এখন রীতিমত ঘোর সংকটে। নিরাপত্তার কারণে ১৮ বছর পর পাকিস্তান সফরে আসা নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর থেকেই কার্যত একের পর এক দুঃসংবাদ এসেই যাচ্ছে পাক ক্রিকেটের জন্য। ইতিমধ্যেই সফর বাতিল করেছে ইংল্যান্ডও। যা নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছে পাক বোর্ড এবং প্রাক্তন খেলোয়াড়েরা। এবার কার্যত একই পথে হাঁটতে চলেছে বাংলাদেশও।

ইংল্যান্ড নিউজিল্যান্ড সফর বাতিল করার পাক বোর্ড প্রধান রামিজ রাজা শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন ঘরের মাঠে ত্রিদেশীয় একটি সিরিজ আয়োজন করতে। তবে সেই আমন্ত্রণ এবার ফিরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার জেরে পাক ভূমে বল গড়ানো এখন ফের একবার বিশ বাঁও জলে।

   

বিসিবি তরফে জালাল ইউনুস একটি বিবৃতিতে জানিয়েছেন, “বাংলাদেশ দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই সিরিজ খেলে এখন ছুটিতে রয়েছে।এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহী বাংলাদেশ যাবে। তার আগে পাকিস্তান সফরে যাওয়া সম্ভব নয়।”

images 8 2

এসব কারণে আগামী দিনে এখন পাক ক্রিকেটের ভবিষ্যত যে যথেষ্ট সংকটে এ নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই বোর্ড প্রধান রামিজ রাজাকে জানাতে হয়েছে, এই রোড ব্লক কাটিয়ে ফের একবার ঘুরে দাঁড়াবে পাকিস্তান। কিন্তু কার্যত ত্রিদেশীয় সিরিজ বাতিল হওয়ায় ফের একবার যে কিছুটা চাপে পড়ে গেল তারা এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

ad2
Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর