চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে “ফ্যাসাদে” ইউনূস সরকার! পড়তে হল আদালতের প্রশ্নের মুখে

বাংলাহান্ট ডেস্ক : ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হল না আজও। রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, সেই কথাই সরকারের কাছে জানতে চাইল আদালত। এই মামলায় বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হলফনামাও তলব করেছে সেদেশের আদালত।

বাংলাদেশে (Bangladesh) চিন্ময় কৃষ্ণ দাসের অবস্থা

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো.আলি রেজারের বেঞ্চ মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিন মামলায় ইউনূস সরকারের কাছে এমন প্রশ্নই রেখেছে। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার আজ চিন্ময় কৃষ্ণের জামিনের পক্ষে সওয়াল করেন আদালতে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সওয়াল করেন রাষ্ট্রপক্ষের হয়ে।

আরোও পড়ুন : মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশন’! জল চুরি করলে এবার সোজা FIR! নেওয়া হল কড়া সিদ্ধান্ত

মঙ্গলবার আদালতে চিন্ময় কৃষ্ণের (Chinmoy Krishna Das) আইনজীবীরা বলেন, বাংলাদেশের (Bangladesh) দূর্গতদের পক্ষে লড়াই করার জন্যই চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হয়েছেন। এমনকি চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা আদালতে দাবি করেন, ৩ মাস ধরে বিনা বিচারে জেল বন্দি করে রাখা হয়েছে ইস্কনের  সন্ন্যাসীকে।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টে চলছে মামলা! এরই মধ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ৩০ জনের সরকারি চাকরির অভিযোগ

এমনকি আজ আদালতে সওয়াল-জবাব পর্বে চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা উল্লেখ করেন যে তাঁদের মক্কেলের হয়ে আইনি লড়াই লড়তে এসে কীভাবে আইনজীবীদের হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলাই দায়ের করা হয়নি সরকারের পক্ষ থেকে। 

Bangladesh and chinmoy Krishna Das

আদালতে অপূর্ব কুমার ভট্টাচার্য প্রশ্ন তোলেন, তাহলে কোন অভিযোগের ভিত্তিতে জেল বন্দি করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণকে? আদালতের কাছে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর প্রশ্ন, ‘শুধুমাত্র বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কীভাবে গ্রেফতার করা হল চিন্ময়কৃষ্ণ প্রভুকে ?’ এরপরই বিচারপতিদের বেঞ্চ সরকারের কাছ থেকে হলফনামা তলব করে। কেন চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া হবে না, সেই প্রশ্নও তোলে আদালত।

প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh) রংপুরে গত ২২ নভেম্বর সেদেশের সংখ্যালঘু হিন্দুরা একটি সমাবেশের ডাক দেন। তারপরই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২৫ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরের দিন আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর গত ৩ মাসে বারংবার পিছিয়ে গেছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর