বাংলাহান্ট ডেস্ক : গত আগস্ট মাসে বাংলাদেশে (Bangladesh) পতন হয় হাসিনা সরকারের। হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও নতুন সরকারের আমলে বাংলাদেশে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে ভারতবিদ্বেষ।
ভারতের সামনে নতিস্বীকার বাংলাদেশের (Bangladesh)
সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মুখে বারবার ভারত বিরোধী কথাবার্তা শোনা গেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একের পর এক হিন্দু নির্যাতনের খবর। সব মিলিয়ে ক্রমশ তিক্ত হয়েছে ভারত (India) ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে এই আবহেই হাজার কোটি টাকা খরচ করে ভারতের থেকে একটি পণ্য আগামী ৬ মাসের মধ্যে কিনতে চলেছে বাংলাদেশ।
জানা গেছে, বিপুল পরিমাণ টাকা খরচা করে বাংলাদেশ ভারতের থেকে কিনবে পরিশোধিত তেল। সূত্রের খবর, ১৪ লক্ষ টনেরও বেশি পরিশোধিত জ্বালানি তেল চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কিনতে চলেছে বাংলাদেশ। ৭টি দেশের ৮ টি সংস্থার মাধ্যমে এই তেল বাংলাদেশ আমদানি করতে চলেছে।
আরোও পড়ুন : ‘ওই’ ৪ ডাক্তারকে হেফাজতে নিয়ে কেন জেরা নয়? ফের আদালতের দ্বারস্থ RG Kar-এর নির্যাতিতার পরিবার
সেই দেশগুলির তালিকায় রয়েছে ভারতের নাম। কোন দেশ থেকে বাংলাদেশ (Bangladesh) কত পরিমান পেট্রোপণ্য আমদানি করতে চলেছে সেই হিসাব অবশ্য এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর, বাংলাদেশ সরকার ভারতের রাষ্ট্রয়াত্ত পেট্রোপণ্য সংস্থা ইন্ডিয়ান অয়েলের থেকে এই পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে।
সে দেশের একটি প্রথমসারির সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পেট্রোপণ্য আমদানি করতে চলেছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮১১৮ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আগামী ছয় মাসের মধ্যেই কিনতে চলেছে বাংলাদেশ সরকার।