বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তান থেকে যে পণ্য আমদানি হত তা এতদিন লাল তালিকা ভুক্ত ছিল বাংলাদেশে (Bangladesh)। তবে পাকিস্তান সরকারের অনুরোধের পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর)। পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের উপর উঠে গেল বাংলাদেশের ‘রেড অ্যালার্ট!’
বড়সড় সিদ্ধান্তের পথে বাংলাদেশ (Bangladesh)
জানা গেছে, যেসব পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হবে সেগুলির উপর নজরদারি চালানো হবে না। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান থেকে বাংলাদেশে (Bangladesh) ঢুকতে পারে বেআইনি অস্ত্র, মাদক। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নয়া দিল্লির। আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর ব্যাপকভাবে বদলেছে বাংলাদেশের পটভূমি।
বদল এসেছে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কেও। জন আন্দোলনের চাপে শেখ হাসিনার পদত্যাগের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর চীন (China) ও পাকিস্তানের (Pakistan) মতো দেশগুলি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে আসা পণ্য লাল তালিকা ভুক্ত করার নির্দেশ দেয়।
আরোও পড়ুন : সাবধান, Gpay-তে ভুলেও এই কাজ নয়! তৎক্ষণাৎ বন্ধ হবে লেনদেন, অনলাইন পেমেন্ট উঠবে লাটে
তবে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান চাইছে নতুন করে বাংলাদেশের (Bangladesh) সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে ১০সেপ্টেম্বর একটি আলোচনা হয় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের। জানা গেছে, এই দুই কূটনীতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করার ব্যাপারে আলোচনা সারেন।
ধারণা করা হচ্ছে, এই আলোচনাতেই পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথাবার্তা হয় দুই দেশের। এনবিআরের সহ সচিব মহম্মদ আবদুল কাইয়ুমের স্বাক্ষর করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান থেকে বাংলাদেশে আসা সব ধরনের পণ্য রেড লেন থেকে মুক্ত করা হয়েছে। এতদিন শুধুমাত্র পাকিস্তানের পণ্য এই তালিকায় ছিল।’