ফের শুরু হইচই! এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ, কোন ঝড় আসতে চলেছে বাংলাদেশে?

বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুলাই অগাস্ট মাস থেকে বাংলাদেশে (Bangladesh) যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি। বরং দিন দিন সমস্যা আরো বেড়েই চলেছে। কার্যত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে প্রতিবেশী দেশ। তদারকি সরকারকে দেশে যে সংশোধন আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তা পালন করতে তারা ব্যর্থ। এর মাঝেই ফের একবার পটপরিবর্তনের সম্ভাবনা প্রখর হয়ে উঠেছে বাংলাদেশে (Bangladesh)।

ঢাকায় সৈন্য জমায়েতের নির্দেশ বাংলাদেশ (Bangladesh) সেনাপ্রধানের

খবর পাওয়া গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) সেনা প্রধান ওয়াকার-উজ-জামান সেনা জওয়ানদের রাজধানী ঢাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন। কেন এই নির্দেশ, সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া না গেলেও বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের (Bangladesh) ঘটনাক্রম দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, ফের বড় কোনো ঝড় আসতে চলেছে দেশে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার বাংলাদেশের (Bangladesh) সেনা প্রধান শুক্রবার অজ্ঞাত সংখ্যক সাঁজোয়া যান এবং প্রত্যেক ব্রিগেড থেকে অন্তত ১০০ জন জওয়ানকে ঢাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর বলছে, এর মধ্যে সাভারের নবম ডিভিশনের সেনারা ইতিমধ্যেই ঢাকার উদ্দেশে রওনাও হয়ে গিয়েছেন।

Bangladesh army chief ordered jawans to gather in dhaka

হঠাৎ কেন এই পদক্ষেপ: উল্লেখ্য, সম্প্রতি ছাত্র নেতা তথা গ্রামীণ বিকাশ এবং সহকারিতা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ওয়াকার-উজ-জামান অনিচ্ছা সহকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছিলেন। এর আগেও অপর এক ছাত্র নেতা হাসনান আবদুল্লা গত ১১ ই মার্চ সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠক করেন। তারপরেই সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনের প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : “পিরিয়ড হলে ঠাকুরঘরে যাওয়া বারণ”, কারণ ব্যাখ্যা করে নিন্দুকদের একহাত নিলেন মিমি

বড় কোনো ঝড়ের পূর্বাভাস: জানা যায়, ওয়াকার-উজ-জামান হাসিনার দল আওয়ামী লীগের বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। যদিও বর্তমানে তদারকি সরকার এবং সেনাপ্রধানের মধ্যে সম্পর্ক ঠিক থাকতেই দেখা গিয়েছে। তবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নাকি ইউনূস সরকারকে বারংবার সতর্ক করে চলেছেন সেনাপ্রধান।

আরো পড়ুন : আরজিকর সংক্রান্ত সব ভিডিও গায়েব! রাতারাতি সব কনটেন্ট মুছে দিলেন ‘বং গাই’ কিরণ?

আর এই পরিস্থিতিতে ফের আওয়ামী লীগের ফেরার পথ তিনি প্রশস্ত করছেন বলে আশঙ্কা করছেন ছাত্র নেতারা। আর এই কারণেই দায়িত্বপ্রাপ্ত নেতারা সেনাবাহিনীর (Bangladesh) ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে চলেছেন। আগামীতে ফের বড় কোনও আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকতে পারে ভেবেই প্রস্তুতি চালাচ্ছেন সেনাপ্রধান। সেই কারণেই ঢাকায় হঠাৎ সেনা জমায়েতের নির্দেশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর