আবার যুদ্ধের ইঙ্গিত! ভয়ঙ্কর বার্তা আওয়ামি লিগের! তোলপাড় শুরু বাংলাদেশে

বাংলাহান্ট ডেস্ক : ছাত্র আন্দোলনের জেরে গত ৫ই আগস্ট বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে  ইস্তফা দেন শেখ হাসিনা। আওয়ামি লিগের সরকারের পতনের পর নোবেল জয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন রয়েছে বাংলাদেশের (Bangladesh) শাসকের গদিতে।

ফের যুদ্ধের সম্ভাবনা বাংলাদেশে (Bangladesh)?

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল হাসিনার (Sheikh Hasina) পরবর্তী সময়ে বাংলাদেশ নতুনভাবে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াবে। রক্ষা করা হবে সংখ্যালঘুদের স্বার্থ। যদিও বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র। বাংলাদেশের আওয়ামি লিগ এই অবস্থায় দাবি করছে সে দেশে চলছে অরাজকতা।

Bangladesh

বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতা, সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা হলে আওয়ামি লিগ রুখে দাঁড়াতে প্রস্তুত। আওয়ামি লিগ বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি জারি করে। সেখানে তারা বলে দরকার হলে আরও একটি যুদ্ধ হবে। এই বিবৃতিতে দাবি করা হয় দেশের মানুষের যে কোনও পরিস্থিতিতে পাশে রয়েছেন শেখ হাসিনা।

আরোও পড়ুন : শত্রুপক্ষকে জিততে দেবেন না প্লিজ! পুজো করেও প্রতিবাদে সামিল শ্রুতি

গত জুলাই মাস থেকে শুরু হওয়া  ‘কোটা সংস্কার আন্দোলন’ ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট। আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। পদত্যাগের পর শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে। এই অবস্থায় আওয়ামি লিগ বৃহস্পতিবার জানায়, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং ‘জাতির জনক’ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে।

আরোও পড়ুন : আরজি কর কাণ্ডের দিন একাধিক ফোন! কাকে কাকে ফোন করেছিলেন সন্দীপ? CBI-এর হাতে কল লিস্ট

বৃহস্পতিবার শেখ হাসিনার দল (Awami League) ফেসবুকে লেখে, ‘কেউ যদি মনে করেন অত্যাচার, নির্যাতন করে আওয়ামি লিগকে ধ্বংস করে দেবেন, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’ এমনকি এই বিবৃতিতে ব্যাখ্যা করা হয় কেন ও কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ (Bangladesh) ছাড়তে বাধ্য করা হয়েছিল।

Bangladesh

এই ঘটনার পিছনে ‘মাস্টারমাইন্ড’ হিসাবে কে ছিলেন ইউনূস নাকি নিজেই আমেরিকায় সেকথা জানিয়েছিলেন বলেও লেখা হয় বিবৃতিতে। বাংলাদেশের এককালীন শাসকদলের দাবি, এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে ক্ষমতা দখলের জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশে অন্য দেশের পতাকা ওড়ানোর চেষ্টা হলে l ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’ বলেও লেখা হয় এই বিবৃতিতে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর