Bangladesh: পেটে নেই ভাত, অথচ বিদেশ থেকে কামান কিনে বাহিনী সাজাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে কে নাড়ছে কলকাঠি?

বাংলাহান্ট ডেস্ক : আর্থিক দুরবস্থায় ধুঁকছে বাংলাদেশ (Bangladesh)। শিল্পের অবস্থা তথৈবচ, বেকারত্বের সমস্যা বাড়ছে দিনকে দিন। এদিকে সে দেশের তদারকি সরকার প্রধানের মুখে যুদ্ধের জিগির। আর ইউনূসের তোল্লাইকে পাল্লা দিয়েই বাংলাদেশের (Bangladesh) সেনাবাহিনীতেও সাজো সাজো রব শুরু হয়েছে। এবার একগুচ্ছ তুর্কি কামান কিনল বাংলাদেশ।

কামান কেনার নেপথ্যে কী প্ল্যান বাংলাদেশের (Bangladesh)

জানা গিয়েছে, সম্প্রতি ২৬ টি তুর্কি ‘টুলপার লাইট ট্যাঙ্ক’ কিনেছে পড়শি দেশ। তুরস্ক ও ইতালির প্রতিরক্ষা সংস্থার তৈরি এই ট্যাঙ্কগুলির রয়েছে একাধিক বিশেষত্ব। উল্লেখ্য, কিছুদিন আগেই সেনা মহড়া দেখতে গিয়ে যুদ্ধের উসকানি দিতে দেখা গিয়েছিল মহম্মদ ইউনূসকে। তার পরপরই বাংলাদেশের (Bangladesh) ডজন ডজন ট্যাঙ্ক কেনার নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটাই খুঁজছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Bangladesh bought these tanks from this country

কী বিশেষত্ব রয়েছে ট্যাঙ্কগুলির: জানা যাচ্ছে, এই টুলপার ট্যাঙ্কগুলি সাধারণ ট্যাঙ্কের তুলনায় আকারে যেমন ছোট, তেমনি হালকা। তাই এর গতিও যেমন অনেক দ্রুত, তেমনি আবার জলপথে বা আকাশপথে এই ট্যাঙ্কগুলি স্থানান্তর করাও অনেক সহজ। এই ট্যাঙ্কগুলি মূলত জল কাদা জমি, ঘিঞ্জি দুর্গম এলাকায় চালানোর জন্যই বিশেষ ভাবে তৈরি। আর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের (Bangladesh) পার্শ্ববর্তী এলাকার জমি, জলা জায়গার জন্য এই ধরণের ট্যাঙ্কই আদর্শ।

আরও পড়ুন : ৩ বছর পর দিল্লিতে বাজবে ‘নূপুর’? ২৫-এর ভোটে বিতর্কিত মুখপাত্রই ‘তুরুপের তাস’ বিজেপির

দেনার মাঝেই অর্থ বিনিয়োগ ট্যাঙ্কে: এখানেই শেষ নয়, এই তুর্কি টুলপার ট্যাঙ্কে রয়েছে স্বয়ংক্রিয় লোডিং এর ব্যবস্থা। তাই ট্যাঙ্কগুলি চালানো এবং শুটিংয়ের জন্য শুধুমাত্র দুজন ক্রু-ই লাগে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের (Bangladesh) বর্তমান আর্থিক পরিস্থিতির মাঝে এই ধরণের ট্যাঙ্কে অর্থ বিনিয়োগ করার কারণ কী? তাছাড়া দেনার দায়ে বিধ্বস্ত বাংলাদেশ (Bangladesh) এই ট্যাঙ্কগুলি কেনার জন্য এত অর্থই পা কোথা থেকে পাচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। অবশ্য এর আগেও ভারত সীমান্তে গোপনে নজরদারি চালানোর জন্য তুর্কি ড্রোন ফিট করার অভিযোগ উঠেছিল বাংলাদেশের বিরুদ্ধে।

আরও পড়ুন : আরো কাছাকাছি এভি-কথা, গল্পের গতি বাড়িয়ে মা হবেন নায়িকা! বড় টুইস্ট আসছে সিরিয়ালে

এর থেকেই বারে বারে উঠে আসছে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সখ্যতার দিকটা। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে পড়শি দেশ। এমতাবস্থায় ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতেই সামরিক শক্তি নিয়ে সচেতন হয়ে উঠেছে বাংলাদেশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর