বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে জনমত নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন মহম্মদ ইউনূস। এক বছরও কাটতে পারল না। তার আগেই সমর্থন খুইয়ে কোণঠাসা হয়ে পড়লেন ইউনূস। আর এবার বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান মন্তব্য করলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার ভার বহন করবে সেনাবাহিনী।
বাংলাদেশের (Bangladesh) আইন রক্ষার ভার সেনাবাহিনীর উপর
সোমবার সাভার ক্যান্টনমেন্টে একটি ফায়ারিং প্রতিযোগিতায় বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান। তিনি বলেন, যতদিন পর্যন্ত না বাংলাদেশ একটি নির্বাচিত সরকার পাচ্ছে, ততদিন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে সেনাবাহিনী। বর্তমানে ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার একাধিক ইস্যুতে কোণঠাসা হয়ে রয়েছে। এমনকি দেশে শৃঙ্খলা বজায় রাখতেও এই সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠছে। এমতাবস্থায় ওয়াকার উজ জামানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রভাব পড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কে: বাংলাদেশের (Bangladesh) বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতও একাধিক বার উদ্বেগ প্রকাশ করেছে। এর জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ছে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইচ্ছা থাকলে সেটা কাজেও করে দেখাতে হবে। সব বিষয়ে ভারতকে দোষারোপ করে কোনো লাভ নেই। বিশেষ করে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনাতেও বহুবার সতর্ক করা হয়েছে ভারতের তরফে।
আরো পড়ুন : মাস্কের ৪ বছরের ছেলে “নাক খুঁটেছে”, “রেগে গিয়ে” ১৪৫ বছরের ডেস্কই সরিয়ে দিলেন “খুঁতখুঁতে” ট্রাম্প
কী বললেন সেনাপ্রধান: বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সেনাপ্রধান জোর দিয়ে বলেন, দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীর কর্তব্য। তিনি আরো বলেন, তিনি ভেবেছিলেন যে খুব শীঘ্রই ক্যান্টনমেন্টে ফিরে যাবেন। কিন্তু সময় বেশি লাগছে। ধৈর্যের সঙ্গে পেশাগত দায়িত্ব নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে পালন করার আহ্বানও জানিয়েছেন তিনি। এখানেই না থেমে ওয়াকার উজ জামান আরো বলেন, সেনাবাহিনীকে বল প্রয়োগ এড়িয়ে চলতে হবে। বর্তমানে সবকিছু ঠিকঠাক চললেও যতক্ষণ না দেশ নতুন সরকার পাচ্ছে ততক্ষণ সেনাকে কাজ করতে হবে।
আরো পড়ুন: খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ, কঠিন “চ্যালেঞ্জ”এর মুখে শ্রেয়া! কী করতে হবে বাঙালি গায়িকাকে?
বর্তমানে মহম্মদ ইউনূস যেভাবে সবদিক থেকে সমর্থন হারাচ্ছেন, এমতাবস্থায় সেনাপ্রধানের মন্তব্য তাঁকে কটাক্ষ করে করা হয়েছে বলেও মনে করছেন অনেকে। অতীতেও দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে বাংলাদেশের সেনাপ্রধানকে। আর এবার তিনিও জোর দিলেন নির্বাচনের দিকে।