বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) মগবাজারে (Mogbazar Blast)) বিকট এক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। প্রাপ্ত খবর অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা ৫০ পার করেছে।
স্থানীয় সংবাদবাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মগবাজারের ওয়ারলেস গেটে বিকট বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে একটি তিনতলা বাড়ি ধসে পড়েছে। আশাপাশের কয়েকটি বাড়ির কাঁচের দরজা ও জানালা ভেঙে গিয়েছে। বিস্ফোরণের ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের খবর পেতেই তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি অনুযায়ী, জেনারেটর-এসি অথবা ট্রান্সফর্মার থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও, বিদ্যুৎ সংস্থা জানিয়েছে যে, কোনও বৈদ্যুতিক কারণে এই বিস্ফোরণ ঘটেনি। বিদ্যুৎ সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করছেন।