বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের শাসনকালে পাকিস্তানের সঙ্গে রমরমা বেড়েছে বাংলাদেশের (Bangladesh)। প্রথম প্রথম আড়ালে আবডালে হলেও বেশ অনেকদিন ধরেই খোলাখুলি ভাবে ভারত বিরোধিতা এবং পাকিস্তানের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে বাংলাদেশের (Bangladesh) সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের। তবে এবার পাকিস্তানকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েও ঘুরে গেল ইউনূসের বাংলাদেশ। ব্যাপারটা কী?
পাকিস্তানকে নিয়ে সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ (Bangladesh)
কিছুদিন আগেই বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশের সেনাকে নাকি প্রশিক্ষণ দেবে পাকিস্তানের সেনা। আর তাই ৫৩ বছর পর পাকিস্তানের সেনা প্রবেশ করতে চলেছে বাংলাদেশে (Bangladesh)। ওই রিপোর্টকে কেন্দ্র করে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও উঠতে শুরু করেছিল। উপরন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জাহাজ এবং পাক ব্যবসায়ীদেরও বাংলাদেশে আনাগোনা করতে দেখা গিয়েছে।
কী বললেন ইউনূসের প্রেস সচিব: এমতাবস্থায় বাংলাদেশে (Bangladesh) এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তখনই বিষয়টা নিয়ে মুখ খুললেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তাঁর দাবি, পাকিস্তানের সেনাকে বাংলাদেশে (Bangladesh) আসার অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে তাঁর সাফাই, সার্কের পুনরুজ্জীবন এবং সার্ক অন্তর্ভুক্ত সব দেশের সঙ্গে সুসম্পর্ক চান ইউনূস।
আরো পড়ুন : অভিনয়ে পা রেখেই বদলে ফেলেন পরিচিতি, দেবের ‘কিশোরী’ ইধিকার আসল নাম কী জানেন?
হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য: সার্ক ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তানও। তার অংশ হিসেবেই সুসম্পর্ক গড়ে তোলা হচ্ছে বলে দাবি শফিকুল আলমের। পাশাপাশি প্রাক্তন বাংলাদেশি (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন তিনি।
আরো পড়ুন : ‘ভাবলেই হাত পা ঠাণ্ডা…’, চিন্তায় পড়ে গিয়েছেন ‘ঋষি’ গৌরব, কী এমন হতে চলেছে ‘তেঁতুলপাতা’য়?
হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশ সরকারের তরফে। তবে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন বলেন, ওই চিঠির উত্তর এখনো দেওয়া হয়নি। উপরন্তু হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে শফিকুল আলম বলেন, হত্যা, গুম, দুর্নীতির মতো একাধিক অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। ভারত হাসিনাকে ফেরত দেবে বাংলাদেশকে, এমনটাই আশা করেন বলে জানিয়েছেন শফিকুল আলম।