বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) ও বাংলাদেশের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে, ভারত বাংলাদেশ থেকে আসা ৭৭০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৬০০ কোটি টাকা) মূল্যের পণ্য নিষিদ্ধ করেছিল। যেটি বাংলাদেশ থেকে আসা পণ্যের প্রায় ৪২ শতাংশ কভার করে। তবে, এর আগে ভারতীয় সুতো, চালসহ অন্যান্য পণ্য আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ।
ফের ভারতকে (India) “ধোঁকা” দিল বাংলাদেশ:
এদিকে, ভারতীয় কার্গোর ওপরও ট্রানজিট শুল্ক আরোপ করেছে বাংলাদেশ। তবে, এবার আরও একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে পড়শি দেশ। জানা গিয়েছে যে, বাংলাদেশ সরকার এবার ভারতকে দেওয়া ১৮০ কোটি টাকার অর্ডার বাতিল করেছে। মূলত, বাংলাদেশ সরকার ভারতের (India) সরকারি কোম্পানি গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে এই অর্ডার দিয়েছিল।
সংস্থাটি বলেছে, বাংলাদেশ সরকার একটি আধুনিক সামুদ্রিক জাহাজ তৈরির অর্ডার দিয়েছিল। কিন্তু এখন তা বাতিল করা হয়েছে। এই চুক্তির মূল্য ছিল ২১ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৮০ কোটি টাকা। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেজ এই আদেশ দিয়েছে। প্রায় ৬১ মিটার দীর্ঘ এবং ১৫.৮ মিটার চওড়া এই জাহাজটি ২৪ মাসের মধ্যে তৈরি হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: “ICU-তে রহিম ইয়ার খান এয়ারবেস”, পাকিস্তানের ক্ষত সামনে এনে ভারতের শক্তি বোঝালেন মোদী
ডিজাইন অনুযায়ী, এই জাহাজের সর্বোচ্চ গতি হত কমপক্ষে ১৩ নট। গত বছরের অগাস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভারত (India) ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উত্তেজক হয়ে ওঠে। এদিকে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও চিনের কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, তারা চিনের সাথে ২.১ বিলিয়ন ডলারের নতুন চুক্তি স্বাক্ষর করেছে।
কোম্পানির কর্মক্ষমতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কলকাতায় স্থিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স বাণিজ্যিক ও নৌ জাহাজ নির্মাণ ও মেরামত করে। এই সংস্থার প্রধান গ্রাহক হল ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গত বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) কোম্পানির শেয়ার ৪.৪৩ শতাংশ বেড়ে ২,৫০০.৫ টাকায় বন্ধ হয়েছে। এই কোম্পানির শেয়ার এই বছর এখনও পর্যন্ত ৫৪.৭. শতাংশ এবং গত ১২ মাসে ১০৯.৬ শতাংশ বেড়েছে। এদিকে, ২০২৫-এর অর্থবর্ষের ২০২৫- এর চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: