২৬ মার্চেই আসল চমক? চিনের সাথে সম্পর্ক গভীর করতে বড় পদক্ষেপ ইউনূসের, ভারতের বাড়বে চিন্তা?

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষের দিকে চিন সফরে যাবেন বাংলাদেশের (Bangladesh-China) অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই সময়ে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জানা গিয়েছে, ইউনূস আগামী ২৬ মার্চ চিন সফর করবেন এবং ২৯ মার্চ পর্যন্ত বেজিংয়ে থাকবেন। গত বছরের অগাস্টে ক্ষমতায় আসার পর থেকে মোহাম্মদ ইউনূস ক্রমাগত চিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এমতাবস্থায়, তাঁর এই সফরকেও একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশে চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ইউনূসের সঙ্গে তাঁর চিন সফর নিয়ে আলোচনা করেছেন।

চিনের সাথে সম্পর্ক গভীর করতে চাইছে বাংলাদেশ (Bangladesh-China):

শফিকুল আলম জানিয়েছেন যে, ইউনূস আগামী ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেবেন। যেখানে বিশ্বে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকার ওপর আলোকপাত করা হবে। জানিয়ে রাখি যে, BFA হল এশিয়ার ২৫ টি দেশ এবং অস্ট্রেলিয়ার একটি উদ্যোগ। যেখানে এশিয়া এবং বিশ্বের পরিবর্তনশীল বিষয়ের ওপর নজর দেওয়া হয়। এর পরের দিন ২৮ মার্চ ইউনূস চিনের (Bangladesh-China) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। ওই সময়ের মধ্যে কিছু বড় ঘোষণা করা হতে পারে।

Bangladesh-China India Recent Update.

ঢাকা কেন চিনের ঘনিষ্ঠ হচ্ছে: এই প্রসঙ্গে ফার্স্টপোস্টের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার চেষ্টা করছে এবং এজন্য চিনের সহায়তা অত্যন্ত জরুরি। এমতাবস্থায়, ইউনূসের এই সফর থেকে বাংলাদেশের (Bangladesh-China) অনেক প্রত্যাশা রয়েছে। ওই সময়ে চিনের কাছ থেকে বাংলাদেশে বড় বিনিয়োগও আশা করা হচ্ছে। এর পাশাপাশি, সোলার প্যানেল নির্মাতা লংই বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগের ঘোষণা করবে বলেও অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ঘুরে গেল খেলা! ভারতের বিরুদ্ধে বিষ উগরে বিপদে পাকিস্তান, মুখ পুড়ল পড়শি দেশের

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইউনূসের সফর বাংলাদেশের (Bangladesh-China) জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের অগাস্টেশেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো ছিল না। এমন পরিস্থিতিতে বৃহৎ আঞ্চলিক শক্তি চিনের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে চিনও ঢাকায় তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: এবারে হবে আসল খেলা! ভারতের এই একটি সিদ্ধান্তেই ঘুম উড়ল চিন-পাকিস্তানের

নজর রেখেছে ভারত: জানিয়ে রাখি যে, বাংলাদেশ ও চিনের (Bangladesh-China) সম্পর্কের দিকে নজর রাখছে ভারতও। শেখ হাসিনার সরকারকে ভারতের প্রতি নরম মনে করা হলেও ইউনূসের মনোভাব দিল্লির জন্য ভালো নয়। ইউনূস যেভাবে চিন ও পাকিস্তানের জন্য বাংলাদেশের দরজা খুলে দিয়েছেন তা ভারতের জন্য উত্তর-পূর্বে নিরাপত্তার উদ্বেগ বাড়িয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর