বাংলাহান্ট ডেস্ক : অন্য একজনের নথি ব্যবহার করে নিজের ছবি বসিয়ে নথি জাল করে বেআইনিভাবে ভারতে বসবাস। এক বাংলাদেশের (Bangladesh) নাগরিকের কান্ড প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। জানা গেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের (Bangladesh) ঝিকারগাছা এলাকার বাসিন্দা।
বাংলাদেশের (Bangladesh) নাগরিকের বিরাট কেলেঙ্কারি:
বাগদা থানার পুরদাহ এলাকার গণেশ ঘরামির অভিযোগ, বাসুদেব ঘরামি নামের বাংলাদেশি যুবক বেআইনি ভাবে ভারতে (India) এসে বসবাস করছেন। স্থানীয় সূত্রে খবর, পরিবার নিয়ে বছর আটেক আগে বাসুদেব নামের ওই যুবক এসে থাকতে শুরু করে ভারতে। বাড়ি তৈরি করেন পুরদহে।
আরোও পড়ুন : বিপদ বাড়ছে সন্দীপের! R G Kar আর্থিক দুর্নীতি মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
পাশাপাশি ওই এলাকার বাসিন্দা গণের ঘরামির নথিপত্রের সাথে নিজের ছবি বসিয়ে ভোটার, আধার কার্ড তৈরির মারাত্মক অভিযোগও উঠেছে ধৃতের বিরুদ্ধে। জানা গেছে, বাসুদেব ঘরামির নামে কোনো কাগজপত্র বা ডকুমেন্ট এলে সেটি গিয়ে পৌঁছাত অভিযোগকারী গনেশ ঘরামির ঠিকানায়। বারংবার এই ঘটনা ঘটতে দেখে সন্দেহ জাগে গনেশ ঘরামির মনে।
আরোও পড়ুন : বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসে উস্কানি দিয়েছে পাকিস্তান? আসল সত্যি “ফাঁস” হতেই তোলপাড় শুরু বাংলাদেশে
একটু সুলুকসন্ধান করতেই কপালে চোখ ওঠার অবস্থা হয় তার। গনেশ বাবু জানতে পারেন, তার পরিচয় পত্র নকল করে জাল নথি তৈরি করে ফেলেছেন বাসুদেব নামের ওই যুবক। এরপর আর দেরি না করে পুলিশের দ্বারস্থ হন গনেশ ঘরামি। গনেশ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বাসুদেব ঘরামিকে।
বনগাঁ মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ভারতের। এহেন অবস্থায় অনুপ্রবেশ রুখতে তৎপর সীমান্ত রক্ষা বাহিনী। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুরদাহ এলাকার এই ঘটনা প্রকাশ্যে আসার পর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।