ভারতীয় দালালের সাহায্যে অনুপ্রবেশ! মুর্শিদাবাদে ধরা পড়ল ৭ বাংলাদেশি

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ। ৩ জন ভারতীয় দালালসহ ৭ বাংলাদেশের (Bangladesh) নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। গ্রেপ্তারের পর তাদের তুলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের হাতে। জানা গেছে, ধৃতরা বুধবার জলঙ্গির সরকারপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল।

বাংলাদেশের (Bangladesh) ৭ নাগরিক গ্রেপ্তার

সেই সময় অভিযুক্তদের হাতেনাতে ধরে সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর সীমান্ত রক্ষা বাহিনী তাদের বৃহস্পতিবার তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম স্বপন মণ্ডল, হামিদুল বিশ্বাস, মহম্মদ রনি আহমেদ, লিটন হোসেন, মহম্মদ মহবুল মণ্ডল, মহম্মদ রতন, জালাল বিশ্বাস। 

আরোও পড়ুন : জগদ্ধাত্রীকে টপকে হু হু করে এগোলো ‘কথা’, “TRP টপার’ হতে নয়া ভিলেনের এন্ট্রি সিরিয়ালে!

ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। ধৃত ভারতীয় দালালদের মধ্যে রয়েছেন জলঙ্গির মধুবোনা গ্রামের মিলন মণ্ডল এবং নদিয়ার হোগলবাড়িয়া থানার তারাপুর ভাঙনপাড়ার বাসিন্দা জীবন মণ্ডল।বিএসএফের অভিযোগ, ধৃত ভারতীয় ৩ দালাল বাংলাদেশি নাগরিকদের থেকে টাকা নিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করেছিল।

Bangladesh citizen arrested in jalangi

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বৃহস্পতিবার বিএসএফের তরফ থেকে ৭ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় দালালকে তুলে দেওয়া হয়েছে জলঙ্গি থানার পুলিশের হাতে। জানা গেছে, ধৃত ৭ বাংলাদেশি নাগরিক কয়েক মাস আগে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে।

সেখান থেকে তারা কেরলে চলে যায় কাজের সন্ধানে। পরবর্তীকালে বুধবার ৩ ভারতীয় দালালের সহায়তায় জলঙ্গির সরকারপাড়া দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তারা। তবে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা গ্রেপ্তার করে তাদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর