পাকিস্তানে গিয়ে কোনো প্রকার সিরিজ খেলবে না বলে জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যেদিন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই দেশে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ কে সেই দিন থেকে বাংলাদেশি ক্রিকেটারদের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে উঠেছেন। জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের দুটি টেস্ট এবং তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল পাকিস্তানে গিয়ে। কিন্তু ক্রিকেটারদের পরিবারের লোকজন ভয় পাওয়ার কারনে পাকিস্তানের মাটিতে গিয়ে আপাতত সিরিজ খেলতে পারবে না বলে জানিয়েছেন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে বাংলাদেশ যদি পাকিস্তানে খেলতে আসে তাহলে তাদের যথেষ্ট সুরক্ষা দেওয়া হবে। সেই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে কিছুদিন আগেই শ্রীলঙ্কা দল পাকিস্তানে খেলতে গিয়েছিল সেই সময় তাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয় নি তাহলে কেন বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে রাজি নয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের এমন আশা দেওয়ার পরেও মন ভরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার এবং বিদেশি সাপোর্টিং স্টাফরা পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নন আর সেই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ। টেস্ট সিরিজের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু বেছে নেওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ বোর্ড।

20247904771eedb7f6a0c6e236cd77ecd4e04b2e7

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেও ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফরা পাকিস্তানে খেলতে রাজি নন সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত। তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তারা যাতে বাংলাদেশের পরিস্থিতি বুঝে টেস্ট ভেন্যু পরিবর্তন করেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর