এবার সাকিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে 11 দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার। সেই ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, এমনকি সেই ধর্মঘটের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ধর্মঘটের জন্য বাংলাদেশের ভারত সফর পর্যন্ত বাতিল হতে বসেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ক্রিকেটারদের 11 দফা দাবি পূরণের আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলে ধর্মঘট তুলে নেয় বাংলাদেশী ক্রিকেটাররা।

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে এলেও বিপাকে পড়ে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

73799307db154c70f4cb78139aed18cebabf3b8f

গত 22 শে অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান গ্রামীন ফোনের দূতাবাস হিসাবে নিযুক্ত হয়েছেন। আর তারপরেই সাকিবকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী সেন্টার কন্ট্রাক্টে থাকা কোন বাংলাদেশী খেলোয়াড় দূতাবাস হতে পারবেন না কোনো টেলিকম সংস্থার। কিন্তু সেই নিয়ম না মেনেই সাকিব গ্রামীণ ফোনের দূতাবাস নিযুক্ত হয়েছেন আর এই জন্যই সাকিবকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান জানিয়েছেন যে ইতিমধ্যেই শোকজ নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সাকিবকে। ও যদি প্রমাণ করতে পারেন যে কোনো রকম নিয়ম ভঙ্গ করেননি তাহলে ঠিক আছে। কিন্তু যদি প্রমাণিত হয়ে যায় সাকিব নিয়ম ভঙ্গ করেছে তাহলে সাকিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনকি বড় অঙ্কের জরিমানা পর্যন্ত করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই সাথে গ্রামীণফোনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

Udayan Biswas

সম্পর্কিত খবর