বাংলা হান্ট ডেস্ক :- অবশেষে অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’মাস চেয়ে নিলেন বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক মাসরফি মোর্তাজা। বাংলাদেশের এই অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলতে পারেননি।জানা গিয়েছে, আগামী বছরের জুন অবধি একদিনের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না বাংলাদেশ।
ফলে ৩৫ বছরের মাশরাফি এবার অবসর নিতে পারেন স্বাচ্ছন্দ্যে।২০১৭ সালেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন মাসরফি।
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তিনি একদিনের ম্যাচ থেকেও অবসর নেবেন,এই জল্পনা সৃষ্টি হয়। তবে, এখন এই টানা দু’মাস ই ভাগ্য নির্ধারণ করে দেবে বাংলাদেশের অধিনায়কের।