বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ভারতের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ ইতিমধ্যেই উপহার পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। বেশ কিছু ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে নামিদামি দলগুলি। ইতিমধ্যে বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম ১০ দিনের মধ্যেই একটি মারাত্মক অঘটনও দেখেছে ক্রিকেট বিশ্ব। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এর দাপটে দেখিয়ে হারিয়েছে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে থাকা দল আফগানিস্তান। তারই মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) মাঠে নামার আগে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
ভারতীয় দল চলতে বিশ্বকাপে এখনো অবধি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে। এর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া ম্যাচ বাদে আর কোনও ম্যাচে এক মুহূর্তের জন্যও ভারতের জয় নিয়ে সংশয় তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে, আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে এবং পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে রোহিত শর্মার দল। কিন্তু তাও ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের সমর্থকরা তাদের দলকে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে রয়েছেন।
আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। যদি তারা একটি বড় জয় পায় তাহলে ভারতকে টপকে তারা লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছে যাবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নেদারল্যান্ডের বিরুদ্ধেই লজ্জার হারের মুখোমুখি পড়তে হয়েছিল তাদের। আর এই মুহূর্তে তারা যেরকম ছন্দে রয়েছে তাতে ভারত ছাড়া আর কোনও দলের পক্ষে তাদের আটকানো সম্ভব হবে কিনা সেই নিয়ে সন্দেহ জাগছে।
তবে দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কিছুদিন আগেই তাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ভারতের দুই কিংবদন্তি বীরেন্দ্র সেবাগ ও সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হারতে হলেও সাকিব ও মুশফিক নিজেদের মধ্যে ৯৬ রানের একটি পার্টনারশিপ গড়েন। তখন তারা টপকে যান বীরেন্দ্র সেওবাগ ও সচিন টেন্ডুলকারকে। বিশ্বকাপের ইতিহাসে জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের দিক দিয়ে এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে সচিন-সেওবাগের জুটি দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু তাদেরকে পেছনে ফেলে দিয়েছে মুশফিক-সাকিবের জুটি।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC
ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক জুটি:
◆ গিলক্রিস্ট-হেডেন: ১২২০ (২০ ইনিংস)
◆ মুশফিক-সাকিব: ৯৭২* (১৯ ইনিংসে)
◆ সেওবাগ-টেন্ডুলকার: ৯৭১ (২০ ইনিংসে)
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে মাথায় হাত রোহিতের ভারতের! হাতছাড়া হবে বড় অ্যাডভান্টেজ
তবে এই নির্দিষ্ট পরিসংখ্যানদের জন্য নয়, ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের আত্মবিশ্বাসের অন্য কারণ রয়েছে। ওডিআই ফরম্যাটে শেষ চার সাক্ষাতে তিনবার বাংলাদেশ হারিয়েছে ভারতীয় দলকে। গত এশিয়া কাপেও সুপার ফোরের ম্যাচে ভারতকে হারিয়েছিল টাইগাররা। ফলে রোহিত শর্মারা যে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে মাঠে নামতে পারবেন না সাকিবদের বিরুদ্ধে তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়।